← দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান
দক্ষিণ ২৪ পরগনার তৃণমূলের সমন্বয়ক হলেন কুণাল-শওকত
পুরভোটের মনোনয়ন নিয়ে তৃণমূলের অন্দরেই কোন্দল শুরু হয়েছে।
দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ অমান্য করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। আর তাই এবার সেই জেলার সমন্বয়ের দায়িত্ব থেকে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে সরিয়ে দেওয়া হল। নতুন সমন্বয়ক করা হল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে।
এই বিষয়ে সংবাদ মাধ্যমকে কুণাল ঘোষ জানান, ‘আমাকে পার্থদা (পার্থ চ্যাটার্জি) বিষয়টি জানালেন। এই ব্যাপারে আর কিছু আমি বলতে পারব না। এটুকুই জানতে পেরেছি।’
তবে দক্ষিণ ২৪ পরগনার কো-অর্ডিনেটর হিসেবে অরূপ বিশ্বাস একাই ছিলেন না। ছিলেন শুভাশিস চক্রবর্তীও। তবে শুভাশিসকে সরানো হয়নি। শুধু অরূপ বিশ্বাসকে সরিয়ে কুণাল ও শওকতকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। অরূপ বিশ্বাসকে দেওয়া হয়েছে বর্ধমানের দায়িত্ব।