উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

দার্জিলিং পুরসভার সব ওয়ার্ডেই প্রার্থী দিল অনীত থাপার দল

February 9, 2022 | < 1 min read

অনীত থাপা

দার্জিলিং পুরসভা ভোটে অনীত থাপা হিলস তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে না। মঙ্গলবার দার্জিলিং পুরসভার ৩২টি ওয়ার্ডেই অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থীরা মনোনয়ন জমা দেন। অনীত থাপার দল এককভাবেই দার্জিলিং পুরসভার ভোটে লড়তে যাচ্ছে। এদিন কয়েকজন নির্দল প্রার্থীও দার্জিলিং পুরসভা ভোটে মনোনয়নপত্র জমা দেন। 

আজ, বুধবার পুরভোটের মনোননপত্র জমা দেওয়ার শেষদিন। আজ তৃণমূলের পার্বত্য শাখা ও বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেবেন। যদিও জিএনএলএফ ও বিজেপি এখনও মনোনয়ন জমা দেয়নি। অনীত থাপা আগেই ঘোষণা করে ছিলেন দার্জিলিং পুরসভার বোর্ড তাঁদের হলে দলের সাধারণ সম্পাদক অমর লামা চেয়ারম্যান হবেন। অমর লামা এদিন বলেন, পুরভোটে তৃণমূলের সঙ্গে আমাদের দলের সমঝোতা হচ্ছে না। কিন্তু, আমরা রাজ্য সরকারের পাশে থেকে একসঙ্গে কাজ করব। আমরা আশাবাদী, দার্জিলিং পুরসভায় আমাদের বোর্ড হবে

TwitterFacebookWhatsAppEmailShare

#North Bengal, #Anit Thapa, #Municipal elections, #Darjeeling

আরো দেখুন