কম খরচে গাড়ির ফিটনেস সার্টিফিকেট প্রদানের উদ্যোগ রাজ্যের
যাত্রী পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক করে তুলতে আরও বেশি সংখ্যক বেসরকারি গাড়ি রাস্তায় নামুক, চাইছে রাজ্য। সেই লক্ষ্যে গাড়ির সার্টিফিকেট অফ ফিটনেস বা সিএফ ক্ষেত্রে বড়সড় ছাড় দিতে চলেছে পরিবহণ দপ্তর। এককালীন সর্বোচ্চ ১৫০০ টাকা দিয়ে মেয়াদ উত্তীর্ণ সিএফ আপটুডেট করাতে পারবেন গাড়ির মালিকরা। আগামী তিনমাসের জন্য এই সুযোগ দেবে রাজ্য সরকার। অর্থাৎ এই মুহূর্তে সিএফ করা গাড়ির মালিকরা বিনা জরিমানায় গাড়িগুলিকে রাস্তায় নামার সরকারি বৈধতা পেতে চলেছেন। চলতি সপ্তাহেই এই ছাড় সংক্রান্ত সুনির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি করবে পরিবহণ দপ্তর। ছাড়ের এই সময়সীমা পেরিয়ে গেলে পুরনো নিয়মেই সুনির্দিষ্ট জরিমানা দিয়ে সিএফ আপটুডেট করাতে হবে।
উল্লেখ্য, করোনা আবহে বহু গাড়ি কার্যত বসে গিয়েছে। তার উপর নয়া জরিমানা কার্যকর হওয়ার পর রাস্তায় বেসরকারি গাড়ির সংখ্যা ক্রমে কমছে। সরকারি সূত্রের খবর, রাজ্যজুড়ে স্রেফ সিএফ করা গাড়ির সংখ্যা কয়েক হাজার। এক্ষেত্রে সিএফের এই ছাড় গাড়ি মালিকদের খানিক হলেও আর্থিক সুরাহা দেবে। যদিও তার জন্য সরকারি কোষাগার কিছুটা ক্ষতিগ্রস্ত হবে।
নবান্ন সুত্রের খবর, আম জনতার নিত্য পরিবহণ ব্যবস্থাকে আরও গতিশীল করতে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন।