রাজ্য বিভাগে ফিরে যান

মতুয়াদের পাট্টা নিয়ে অনেকে অনেক রাজনীতি করছেন, বিজেপিকে নিশানা মমতার

February 10, 2022 | 3 min read

তৃতীয়বার রাজ্যের মসনদে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন, উদ্বাস্তু কলোনিতে থাকা বাসিন্দাদের হাতে জমির পাট্টা তুলে দেবে সরকার। কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা-সহ রাজ্যের উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের হাতে জমির পাট্টা তুলে দিলেন তিনি।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে নাগরিকত্ব আইনের সংশোধনী এনেছে। তা নিয়ে শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছিলেন তিনি ৷ বারবার ঘোষণা করেছেন, রাজ্যের প্রত্যেকটি উদ্বাস্তু পরিবার ভারতবর্ষের নাগরিক। এবার জমির পাট্টা প্রদান করে উদ্বাস্তুদের স্বপ্ন পূরণ করলেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে কেন্দ্রের মোদী সরকারকে দিলেন কড়া বার্তাও।

লাইভ আপডেট

মমতা বন্দ্যোপাধ্যায়

২:২৮: ভূমি দপ্তরের সব কর্তাদের বলবো মানুষের প্রতি আরেকটু সদয় হোন। মানুষকে যেন ঘুরতে না হয়। কাজের সরলীকরণ করুন।

২:২৭: পাড়ায় পাড়ায় সমাধান শুরু হয়েছে। ছোটদের জন্য স্কুল খোলার ব্যাপারে আরও কদিন পর স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব।

২:২৬: আমার টিম দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধানের মাধ্যমে অনেক কাজ করছে। যে যেই প্রকল্পের সুবিধা পান নি, ১৫ ফেব্রুয়ারি থেকে দুয়ারে সরকারের ক্যাম্পে চলে যাবেন।

২:২৫: আমরা সবাই নাগরিক। আপনারা আজ যে অধিকার পেলেন তাতে ব্যাংক লোন পাবেন, বাড়ি করতে পারবেন। আজ আপনারা আপনাদের ঠিকানা পেলেন।

২:২৪: এনপিআর করে সবার অধিকার কেড়ে নিয়েছে। আমরা কার‌ও অধিকার কাড়ি না।

২:২৩: সরকারি সম্পত্তি বিক্রি করে দিচ্ছে। দেশ‌ই যদি বিক্রি হয়ে যায় তাহলে দেশ বাঁচবে কি করে?

২:২২: শহীদের স্মৃতি অমরজ্যোতি নিভিয়ে দেওয়া হল।

২:২১: কত লোক কাজ না পেয়ে আত্মহত্যা করেছেন। কৃষকদের কি অবস্থা।

২:২০: ভোটের আগে সাধুর পোশাক পরে চলে আসছে। সাধু ছিলেন স্বামী বিবেকানন্দ, যাঁরা মানুষের জন্য কাজ করেছেন।

২:১৯: আদিবাসী, তপশিলি, সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। হিন্দু ধর্মের আসল রূপ ভুলিয়ে দেওয়া হচ্ছে।

২:১৮: ইতিহাস, ঐতিহ্য ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

২:১৭: পিএম কেয়ার-এর লক্ষ লক্ষ টাকা গেল কোথায়?

২:১৬: এত লোক কোভিডে মারা গেল। ঠিক সময়ে টিকা দিলনা। যখন দিচ্ছে নিজের ছবি লাগিয়ে টিকা দিচ্ছেন। এটা কি আপনার টাকা? সেই টাকা থেকে ৪০ শতাংশ রাজ্যকে দেয়।

২:১৪: এই টাকা বিজেপির নিজের টাকা নয়। এই টাকা রাজ্য থেকে করের মাধ্যমে তুলে নিয়ে যায়।

২:১৩: উত্তর প্রদেশ যে টাকা পায় সেই তুলনায় বাংলা কিছুই পায় না।

২:১২: আর আমরা ১০ কোটি জনসংখ্যায় ৪৫ লক্ষ বাড়ি দিয়েছি। আরও আড়াই লক্ষ দিচ্ছি।

২:১১: উত্তরপ্রদেশে বড় মুখ করে বলছে বাড়ি দিয়েছে। ২৪ কোটি লোককে ৪১ লাখ বাড়ি দিয়েছে।

২:১০: চা সুন্দরী প্রকল্পে চা শ্রমিকদের বাড়ি দেওয়া হয়েছে।

২:০৯: তারা যদি মনে করেন করতে পারছেন না তাদের সরকার আমার বাড়ি প্রকল্পে বাড়ি দেবেন। সেখানে নিজের থাকার জায়গা, বিদ্যুৎ, জলের ব্যবস্থা পাবেন।

২:০৮: যারা বস্তিতে থাকেন তাদের অধিকার ক্ষুন্ন হয়। সরকার বলেছে তাদের জমি নেয়া যাবে না। তারা নিজেরা বাড়ি করতে চাইলে ঠিকা প্রজাস্বত্ব মেনে বাড়ি করতে পারেন।

২:০৭: কালিম্পং, আলিপুরদুয়ারে যাদের সমস্যাগুলো ছিল তাদের পাট্টা দেওয়া হয়েছে।

২:০৬: হুগলিতে হাউসিং প্রজেক্ট করা হয়েছে। যাদের দরকার ছিল না তাদের জন্য মার্কেটিং প্রজেক্ট করে দেওয়া হয়েছে।

২:০৫: রাজ্যজুড়ে গৃহ পাট্টা, নিজ ভূমি পাট্টা, কৃষি পাট্টা, বনজ পাট্টা মিলিয়ে ৩৫ লক্ষ পরিবারকে জমির অধিকার দেওয়া হয়েছে।

২:০৪: মেদিনীপুরে খাস মহলে পাঁচটি মৌজায় জমির সেটেলমেন্ট করে ১২ হাজার পরিবারকে জমির অধিকার দেওয়া হয়েছে।

২:০৩: বাংলাদেশ থেকে হস্তান্তর হওয়া ছিটমহলগুলি, যেমন মেখলিগঞ্জ, হলদিবাড়ি, দিনহাটা। তিনটে স্থানেই আবাসন প্রকল্প নির্মাণ করে সকলের স্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে।

২:০২: মতুয়ারাও পাট্টা পাবেন। তাদের নিয়ে অনেকে অনেক রাজনীতি করছেন।

২:০১: গত বছর আমরা ২৭ হাজার টাকা দিয়েছি। কেউ বাদ যাবেন না।

২:০০: যাদবপুরে জিতে আমি কথা রেখেছি। তাদের ‘ফ্রি হোল্ড রাইট’ আমি করে দিয়েছি।

১:৫৯: কেন্দ্রীয় সরকারের কলোনি বা ব্যক্তিগত জমিতেও যারা আছেন তাদের উচ্ছেদ করা যাবে না। তার আইনও করা হয়েছে।

১:৫৮: আমরা প্রায় ২৬১ টি উদ্বাস্তু কলোনিকে স্বীকৃতি দিয়েছি। রাজ্য সরকার সব কলোনিকে আইনি স্বীকৃতি দিয়েছে। তাদের আর উচ্ছেদ করা যাবে না।

১:৫৬: আপনাদের অনেক অভিনন্দন। অনেক সংগ্রাম করে সময় পেরিয়ে আজ নিজের ঠিকানা খুঁজে পেলেন।

ফিরহাদ হাকিম

১:৫৪: ভাড়াটেরা সবাই সম্মতি হলে তাদের বাংলার বাড়ি প্রকল্পে ফ্ল্যাট দেওয়া হবে।

১:৫৩: ধারাভি বস্তি প্রোমোটারদের হাতে তুলে দিয়েছে। মমতা ব্যানার্জি তা করেননি।

১:৫২: মুখ্যমন্ত্রী তাদের ব্যথা বুঝে ঠিকা আইনে আমূল পরিবর্তন করেছেন। যে জমিতে তাঁরা আছেন সেই জমিতে তাঁরা ব্যাংক লোন নিতে পারবেন। শুধু পুরনো ভাড়াটেদের থাকতে দিতে হবে।

১:৫১: মুখ্যমন্ত্রী এক ঐতিহাসিক কাজ করেছেন। এতদিন কলকাতা-হাওড়ায় বস্তিতে যারা থাকেন তারা কোন‌ও অধিকার পেতেন না।

১.৫০: আপনারা নিজেদের জমির অধিকার পাবেন মুখ্যমন্ত্রীর হাত দিয়ে।

TwitterFacebookWhatsAppEmailShare

#land pattas, #Mamata Banerjee, #state govt

আরো দেখুন