রাজ্য বিভাগে ফিরে যান

দেবের পর টার্গেট অনুব্রত, গরু পাচার কাণ্ডে সমন সিবিআইয়ের

February 10, 2022 | 2 min read

বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) ফের সিবিআই তলব। এবার গরুপাচার কাণ্ডের তদন্তে ডেকে পাঠানো হল তাঁকে। আগামী ১৪ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

গত মাসেই অনুব্রত মণ্ডলকে দু’বার নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। সেবার অবশ্য ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করা হয় তাঁকে। অসুস্থতার কথা জানিয়ে তলব এড়ান তৃণমূল নেতা। এরপর কলকাতা হাই কোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেন অনুব্রত। তাঁর আবেদন মঞ্জুর করে কলকাতা হাই কোর্ট। চলতি মাসের শুরুতেই জানিয়ে দেয়, হাই কোর্টের নির্দেশ ছাড়া বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে গ্রেপ্তার বা তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। তবে তদন্তকারীদের সবসময় সহযোগিতা করতে হবে অনুব্রতকে।

ভোট পরবর্তী মামলায় স্বস্তি মিললেও ফের সিবিআই তলবের মুখোমুখি অনুব্রত মণ্ডল। গরুপাচার কাণ্ডের তদন্তে এবার সিবিআই তলব করল তাঁকে। আগামী ১৪ ফেব্রুয়ারি, সোমবার নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গরুপাচার কাণ্ডের তদন্তে সিবিআই তলব নিয়ে বীরভূম জেলা তৃণমূল সভাপতির এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গরুপাচার কাণ্ডের তদন্তে এর আগে ঘাটালের তারকা সাংসদ দেবকেও (Dev) তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই। ১৫ ফেব্রুয়ারি তাঁকে হাজিরা দিতে হবে নিজাম প্যালেসে। সিবিআই সূত্রে খবর, গরু পাচার নিয়ে তদন্ত চলাকালীন সাক্ষীদের কয়েকজনের বয়ানে ঘাটালের তৃণমূল সাংসদ দেবের নাম উঠে এসেছে। সে কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। এর জন্যই বুধবার তাঁকে এক সপ্তাহের সময় দিয়ে নোটিস পাঠানো হয়েছে। দেবের অফিসে সিবিআই নোটিসটি পৌঁছে দিয়েছে বলে খবর। তবে এখনও এ বিষয়ে তারকা সাংসদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিবিআই সূত্রে খবর, সাংসদকে প্রশ্নোত্তর পর্বের সবটাই রেকর্ড করা হবে। এনামুল এবং তাঁর সঙ্গীদের সঙ্গে দেবের যোগসূত্র খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। পাশাপাশি, গরুপাচার নিয়ে আরও কোনও তথ্য তাঁর কাছে পাওয়া যায় কি না, সেদিকেও নজর রয়েছে সিবিআইয়ের।

TwitterFacebookWhatsAppEmailShare

#CBI, #Anubrata Mondal, #summon, #Cow, #Illegal trafficking

আরো দেখুন