দেশ বিভাগে ফিরে যান

করোনায় কিছুটা স্বস্তি মিলল, দেশে একই সাথে কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

February 11, 2022 | < 1 min read

দেশে কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা(Corona India)। ৬০ হাজারের নীচে নামল দৈনিক সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ৫৮ হাজার ৭৭ জন। কমেছে দৈনিক মৃত্যুও(Corona India update)। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের মৃত্যু সংখ্যা ৬২৫।

বছরের শুরুতেই দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়েছিল অনেকটাই। সংক্রমণ ঠেকাতে দেশের বিভিন্ন রাজ্য আংশিক বিধিনিষেধের পথে হাঁটে। তবে এখন অনেকটাই কমেছে সংক্রমণ। আর বর্তমানে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৯৭ হাজার ৮০২ জন৷ গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছে এক লক্ষ ৫০ হাজার ৪০৭ জন। এখনও পর্যন্ত দেশে চার কোটি ১৩ লক্ষ ৩১ হাজার ১৫৮ জন করোনায় সুস্থ হয়েছে। দেশে করোনায় সুস্থতার হার ৯৭.১৭ শতাংশ। কমেছে পজিটিভিটি রেটও। দেশে করোনা পজিটিভিটি রেট ৩.৮৯ শতাংশ। সপ্তাহিক সংক্রমণের হার ৫.৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৪ লক্ষ ৯১ হাজার ৬৭৮। এখনও পর্যন্ত দেশে মোট করোনা পরীক্ষার সংখ্যা ৭৪ কোটি ৭৮ লক্ষের বেশি। এখনও পর্যন্ত দেশে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে মোট ১৭১ কোটি ৭৯ লক্ষ ৫১ হাজার ৪৩২টি ডোজ দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Coronavirus, #covid 19, #Covid Update

আরো দেখুন