রাজ্য বিভাগে ফিরে যান

আইপ্যাকের টুইটারে ফের মমতা ব্যানার্জিকে ‘ফলো’, জল্পনা রাজনৈতিক মহলে

February 11, 2022 | < 1 min read

সকালে ‘আনফলো’ , খবর প্রকাশ্যে আসতেই ফের ‘ফলো’। শুক্রবার সকালে দেখা যায় আইপ্যাক যে অ্যাকাউন্টগুলোকে ফলো করে সেই সংখ্যা ৭৭ থেকে নেমে ৭৬ হয়ে গিয়েছে। দেখা যায় মমতা ব্যানার্জিকে ‘আনফলো’ করে পিকের সংস্থা। তারপর থেকেই মনে করা হয়েছিল তাহলে তৃণমূল-আইপ্যাক চুক্তি বোধহয় আর টিকবে না। শুরু হয়েছিল জোর জল্পনা। কারণ হিসেবে সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা মনে করছিল রাজনৈতিক মহল। কিন্তু এরপর খবর প্রকাশ্যে আসতেই মমতা ব্যানার্জিকে ফের ‘ফলো’ করল আইপ্যাক।

সম্প্রতি পুরভোটকে ঘিরে তৃণমূল ও পিকের সংস্থা আইপ্যাক-এর মধ্যে বাগযুদ্ধ শুরু হয়। প্রার্থী তালিকা বিভ্রান্তি নিয়ে কয়েকদিন আগে আইপ্যাক-কেই দোষারোপ করেছিল তৃণমূলের একটি অংশ। যদিও সংস্থার তরফে জানানো হয়েছিল, পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলের সঙ্গে আইপ্যাকের কোনও যোগাযোগই নেই।

তবে মমতা ব্যানার্জিকে ‘আনফলো’ করলেও অভিষেক ব্যানার্জি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে ‘ফলো’ তালিকাতেই রেখেছিল আইপ্যাক। তবে অবশ্য কয়েক ঘণ্টা যেতে না যেতেই ফের মমতা ব্যানার্জিকে ‘ফলো’ করা শুরু করল আইপ্যাক। তবে কি এর মধ্যেও কোনও অন্য ইঙ্গিত রয়েছে? জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #twitter, #Ipac

আরো দেখুন