খেলা বিভাগে ফিরে যান

নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে আইএসএলে দু’নম্বরে উঠে এল এটিকে মোহনবাগান

February 12, 2022 | < 1 min read

আরও একটা ম্যাচ, আরও একটা জয়। জুয়ান ফেরান্দো যেন বুঝিয়ে দিতে চাইছেন, তাঁর ছেলেদের সহজে হার মানানো যাবে না। টানা দশ ম্যাচে অপরাজিত থাকাই সে প্রমাণ দিচ্ছে। আর শনিবাসরীয় গোয়ায় নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে চলতি আইএসএলের শেষ চারের জায়গা প্রায় পাকাই করে ফেলল এটিকে মোহনবাগান। ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে সবুজ-মেরুন ব্রিগেড।

এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ধরা দেন মনবীর সিংরা। সুযোগগুলি কাজে লাগাতে পারলে আজ একটা নয়, গোলের হ্যাটট্রিক করতেই পারতেন ভারতীয় স্ট্রাইকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Football, #ISL, #ATK Mohunbagan, #North east United

আরো দেখুন