পূর্ব বর্ধমান জেলার সব ওয়ার্ডে প্রার্থী দিতে ব্যর্থ বিজেপি
পূর্ব বর্ধমান জেলায় পুরসভা নির্বাচনে সব ওয়ার্ডে প্রার্থী দিতে পারল না বিজেপি। মেমারি পুরসভার ছ’টি ওয়ার্ডে তারা প্রার্থী দিতে পারেনি। এখানে মোট ওয়ার্ড রয়েছে ১৬টি। ১০টি ওয়ার্ডে তারা প্রার্থী দিয়েছে। গুসকরারও সব ওয়ার্ডে তারা লড়াই করতে পারছে না। এখানকার ১৬টি মধ্যে তারা ১৩ টিতে প্রার্থী দিয়েছে গেরুয়া শিবির। কাটোয়া পুরসভায় মোট ২০টি ওয়ার্ড রয়েছে। এখানে বিজেপি ১৭টি ওয়ার্ডে প্রার্থী দিতে পেরেছে। বর্ধমান শহরের একটি ওয়ার্ডে তারা প্রার্থী দিতে পারেনি। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, বিষয়টি আমরা আলোচনা করে দেখব। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। বৃহস্পতিবার স্ক্রুটিনি ছিল। বর্ধমানে তৃণমূলের হয়ে লড়াই করার জন্য অতিরিক্ত ছ’জন মনোনয়নপত্র জমা করেছিলেন।
স্ক্রুটিনিতে তাঁদের আবেদনপত্র বাতিল হয়েছে। তবে সব ওয়ার্ডেই তৃণমূলের প্রার্থী থাকছে। দল ৩৫ জনকে প্রতীক দিয়েছে। বাকিদের দেয়নি। সেই কারণেই তাঁদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। একইভাবে কাটোয়ার একজনের মনোয়নপত্র বাতিল হয়েছে। কালনায় সিপিএমের এক প্রার্থীর আবেদনপত্র বাতিল হয়েছে। জেলায় এবার মোট ৩৯৯ জন প্রার্থী লড়াই করছেন।