আজ আইপিএলের নিলাম, কোন খেলোয়াড়দের দর বেশি হতে পারে?
আইপিএলের নিলাম ঘিরে পারদ চড়ছে। শনি ও রবিবার, দু’দিন বাগিচা শহরে চলবে ক্রিকেটার কেনার আসর। বিপুল অর্থের ঝুলি নিয়ে তৈরি দশটি ফ্র্যাঞ্চাইজি। পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন বিভাগে ক্রিকেটার তুলে নিতে নিলামের টেবিলে ফ্র্যাঞ্চাইজিগুলির একে অপরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতা অবশ্যই আকর্ষণীয় হয়ে উঠবে। শ্রেয়স আয়ার, ঈশান কিষান, দীপক চাহার, শার্দূল ঠাকুর ও যুজবেন্দ্র চাহালের মতো ভারতীয় ক্রিকেটারদের চড়া দর উঠতে পারে বলে মনে করা হচ্ছে। বিদেশিদের মধ্যে ডেভিড ওয়ার্নার, ট্রেন্ট বোল্ট, কুইন্টন ডি’কক, কাগিসো রাবাডা, জ্যাসন হোল্ডারদের নেওয়ার জন্য ঝাঁপাবে একাধিক ফ্র্যাঞ্চাইজি। দুপুর ১২টায় শুরু হবে নিলাম। ফ্র্যাঞ্চাইজি মালিকদের পাশাপাশি নিলামের মঞ্চে বিসিসিআইয়ের শীর্ষ কর্তারাও উপস্থিত থাকবেন। বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি ইতিমধ্যেই বেঙ্গালুরু পৌঁছে গিয়েছেন।
কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস এখনও অধিনায়কের নাম ঘোষণা করেনি। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, শ্রেয়স আয়ার-ডেভিড ওয়ার্নারের মতো প্রাক্তন অধিনায়কদের নেওয়ার জন্য এই তিন ফ্র্যাঞ্চাইজি ঝাঁপাবে। অতীতে শ্রেয়স আয়ারের অধিনায়কত্বে ফাইনালে পৌঁছেছিল দিল্লি ক্যাপিটালস। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে ৮০ রানের ইনিংস হাঁকিয়ে নিলামের আগে দর অনেকটাই বাড়িয়ে নিলেন তিনি। শ্রেয়সের পাশাপাশি নজরে রয়েছেন ঈশান কিষানও। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে টপ কিংবা মিডল অর্ডার, যে কোনও পজিশনে ব্যাট হাতে ভরসা জুগিয়েছেন তিনি। তাঁকে দলে পেতে ফ্র্যাঞ্চাইজিগুলি বিপুল অর্থ খরচ করতে পিছপা হবে না।
বোলারদের তালিকায় শার্দূল ঠাকুর, দীপক চাহারের পাশাপাশি যুজবেন্দ্র চাহালও ভালো দর পেতে পারেন। গত কয়েক বছর আইপিএলে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন এঁরা। চতুর্দশ সংস্করণে সিএসকে’র খেতাব জয়ের পিছনে অন্যতম অবদান ছিল চাহারের। তাঁকে ধরে না রাখলেও, ফের দলে নিতে অবশ্যই ঝাঁপাবে চেন্নাই। একই ভাবে চাহালের জন্যও মোটা অর্থ খরচ করতে পারে আরসিবি। এছাড়া শিখর ধাওয়ান, মহম্মদ সামি, দেবদুত পাদিক্কল, হার্শল প্যাটেলরা ভিত্তিদরের থেকে অনেক বেশি অর্থ পাবেন বলে আশা করা হচ্ছে। নিলামে মোট ৫৯০ জন খেলোয়াড়ের জন্য বিড করা হবে।