রাজ্য বিভাগে ফিরে যান

তৃণমূলের জাতীয় কর্মসমিতি গঠন মমতার

February 12, 2022 | < 1 min read

আজ কালীঘাটে তৃণমূল কংগ্রেসের বিশেষ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির ঘোষণা করেছেন। সদস্যরা হলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বুলুচিক বরাইক, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দুশেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অসীমা পাত্র, মলয় ঘটক, রাজীব ত্রিপাঠী, অনুব্রত মণ্ডল, গৌতম দেব। এছাড়া, যে কোনও পদাধিকারীর নাম চূড়ান্ত করবেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি, পার্থ চট্টোপাধ্যায় বলেন, আজ চারটি পুরনিগমে যে নির্বাচন হয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা তাদের ধন্য়বাদজ্ঞাপন করছি। রাজ্যে পুরভোটের আবহে দলের অন্দরে তৈরি হওয়া দ্বন্দ্বের পরিবেশ ঘিরে বেশ অস্বস্তিতে শাসকদল। এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করতে এই জরুরি বৈঠকের ডাক দিয়েছিলেন মমতা। সেই বৈঠকেই এই সমিতি গঠন করেন তিনি।

আজকের বৈঠকে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সীর পাশাপাশি ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো মন্ত্রীরাও ছিলেন। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্য়োপাধ্যায়-সহ গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদাধিকারিরাও।

যদিও পার্থবাবুর দাবি, কর্মসমিতি বাদে অন্য কোনও বিষয়ে আলোচনা হয়নি আজ।

মমতা ছাড়াও থাকছেন অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, বুলুচিক বারিক, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য, সুখেন্দুশেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অসীমা পাত্র, মলয় ঘটক, রাজেশ ত্রিপাঠী, অনুব্রত মণ্ডল, গৌতম দেব, যশবন্ত সিন্হা, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #partha chatterjee, #tmc, #Working committee

আরো দেখুন