আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী
শিলিগুড়িসহ চার পুরনিগমে চলছে ভোট গ্রহণ। রাজ্য প্রশাসন সূত্রে খবর, সব ঠিক থাকলে পুরনিগমগুলোর ভোট গণনার দিনেই উত্তরবঙ্গ সফরে রওনা হবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর ওই দিন বিকেলেই তিনি উত্তরবঙ্গে পৌঁছবেন। শিলিগুড়ি ও কোচবিহারে দুটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা জানা গিয়েছে।
শিলিগুড়ি পৌরনিগম কার দখলে গেল তা আগামী সোমবার বিকেলেই স্পষ্ট হয়ে যাবে। ফলত ওই দিন বিকেলে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকাটা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সকলে। প্রসঙ্গত, নির্বাচনী আচরণবিধি কার্যকর থাকায় এবার শহরের বাইরে উত্তরকন্যায় থাকবেন মুখ্যমন্ত্রী।
তৃণমূলের দলীয় সূত্রে খবর, শিলিগুড়িতে তৃণমূল জয়ী হলে, শহরবাসীর উদ্দেশ্য বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তৃণমূল নেতা গৌতম দেব একটি বেসরকারি সাংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী সরকারি সফরে আসতে পারেন বলে শুনেছি। কোচবিহারে যাবেন বলেও ঠিক রয়েছে।”
প্রশাসনিক সূত্রে খবর এবারের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে উত্তরকন্যায় আদিবাসী কাউন্সিলের বৈঠকে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী। তারপরই তাঁর কোচবিহারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। সম্প্রতি রাজ্যের প্রশাসনিক বৈঠকেও একথা জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান এবং পুলিশ সুপার সুমিত কুমারকে প্রশাসনিক বৈঠকের প্রস্তুতিও নিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী।
তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের কথায় জানা গিয়েছে, কোচবিহারের বানেশ্বরে সিদ্ধেশ্বরী মন্দিরের পাশে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। তৃণমূলের দলীয় সূত্রে জানা গিয়েছে, ১৬ই ফেব্রুয়ারি জিসিপিএ নেতা মহারাজা অনন্ত রায় গোষ্ঠী বীর চিলা রায়ের ৫১২তম জন্ম দিবস উপলক্ষ্যে আয়জিত একটি অনুষ্ঠানে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক আধিকারিকেরা ইতিমধ্যেই কয়েক দফা মাঠ পরিদর্শনের কাজ সেরে ফেলেছেন। জোরকদমে মাঠে যাওয়ার রাস্তা তৈরিই কাজ চলছে।