‘রামের ঘরে বিভীষণ’ বিজেপি ছাড়লেন অর্জুন সিংহের ভাইপো, ভগ্নিপতি
বিধানসভা নির্বাচনেই তাঁর ‘গড়ে’ ফাটল ধরিয়েছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার আসন্ন পুরভোটের মুখে সেখানে আরও বড় ভাঙন। কার্যত ঘর ভাঙল বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। পুরভোটের মনোনয়নপত্র প্রত্যাহার করে, দলের বিরুদ্ধে তোপ দেগে শনিবার প্রকাশ্যে বিজেপি ছাড়লেন তাঁর ভাইপো সৌরভ সিং, ভগ্নিপতি সুনীল সিং এবং ভাগ্নে আদিত্য সিং। সূত্রের খবর, আজ, রবিবারই তাঁরা আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন তৃণমূলে। তিনজনই ছিলেন অর্জুনের সবচেয়ে কাছের লোক। একইভাবে বিজেপির হেভিওয়েট নেতাও। কারণ, ভাইপো সৌরভ ভাটপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। ভগ্নিপতি সুনীল নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক, আদিত্য তাঁরই ছেলে। তাঁরা একসঙ্গে বিজেপি ছাড়ায় মানসিকভাবেও ভেঙে পড়েছেন অর্জুন সিং। ফলে ভাটপাড়ায় এবার ‘পদ্মের ফলন’ নিয়ে গেরুয়া শিবিরের দুশ্চিন্তা চরমে।
তিন দলত্যাগী নেতা যে তৃণমূলের দিকে পা বাড়াচ্ছেন, তা কার্যত স্পষ্ট। এদিন বারাকপুরের প্রশাসনিক ভবনে মনোনয়ন পত্র প্রত্যাহার করতে এসে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তৃণমূলের বারাকপুর-দমদম সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক ও বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর সঙ্গে একই বেঞ্চে বসে থাকতে দেখা গিয়েছে তাঁদের। যদিও জ্যোতিপ্রিয়বাবুরা বলছেন, ‘এটা নিছক কাকতালীয়। হঠাৎ দেখা হয়েছে। অনেকদিনের চেনা, তাই বসে গল্প করলাম।’ সেই সঙ্গে বিজেপি সাংসদকে কটাক্ষ করতেও ছাড়েননি শাসক দলের নেতারা। তাঁদের কথায়, ‘অর্জুনবাবু পুরভোটে ট্রেলার দেখানোর কথা বলেছিলেন। আজ সিনেমা দেখালাম। তবে, পিকচার আভি বাকি হ্যায়!’
আসন্ন নির্বাচনে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে সৌরভ, গাড়ুলিয়া পুরসভার ১২ ও ১৭ নম্বর ওয়ার্ডে আদিত্য এবং সুনীলকে টিকিট দিয়েছিল বিজেপি। তিনজনেই মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। এদিন একসঙ্গে প্রশাসনিক ভবনে এসে তা প্রত্যাহার করে দল ছাড়ার ঘোষণা করেন তাঁরা। সুনীল সিং বলেন, ‘আজ থেকে আমরা বিজেপি ত্যাগ করলাম। তাই মনোনয়ন পত্রও প্রত্যাহার করে নিচ্ছি। এদের সঙ্গে থাকা যায় না। বিজেপি আর করা যাবে না।’ একই মত আদিত্যের। তাঁর দাবি, ‘বিজেপিতে সিনিয়র নেতাদের কোনও সম্মানও নেই।’ অর্জুনের ভাইপো সৌরভ আরও সরাসরি জানিয়েছেন, ‘বিজেপিতে নোংরামি হচ্ছে। এই বিজেপি আর করব না। পশ্চিমবঙ্গে বিজেপি কোনওদিন ক্ষমতায় আসবে না।’ তবে তৃণমূলে যোগ দেওয়ার প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘পরবর্তী সিদ্ধান্ত রবিবার জানাব।’ কাকা অর্জুনকে তৃণমূলে আসতে বলবেন? প্রশ্নের উত্তর অবশ্য এড়িয়ে গিয়েছেন সৌরভ।
তিন আত্মীয়ের বিজেপি ছাড়ার খবরে বেশ ক্ষিপ্ত বিজেপি সাংসদ অর্জুন সিং। সাফ জানিয়েছেন, ‘ওরা গদ্দারি করল। এর মানে আগে থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করেছিল তিনজনে। রাজনীতি জীবনে এত বড় আঘাত কখনও পাইনি। আমি জানতাম না, রামের ঘরেই বিভীষণ জন্মেছেন। পিছন থেকে ছুরি মারল। একজনের নাম কেটে সৌরভকে টিকিট দিয়েছিলাম। তাও ধোঁকা দিল!’এই মুহূর্তে