উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

কোচবিহারে তৃণমূলের চিন্তা বাড়াচ্ছে নির্দল প্রার্থীরা! কলকাতায় রিপোর্ট পাঠাল জেলা নেতৃত্ব

February 13, 2022 | < 1 min read

পুরভোটেও কোচবিহারে নির্দল কাঁটায় জর্জরিত তৃণমূল। ইতিমধ্যে একাধিক তৃণমূল নেতা নির্দল হিসাবে দাঁড়িয়ে পড়েছেন। সেখানে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে তাঁদের কার্যত লড়তে হচ্ছে। এনিয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে দল। এদিকে দলের জেলা নেতৃত্বের দাবি, গোটা বিষয়টি নিয়ে অন্তত তিনজন নির্দল প্রার্থীদের সঙ্গে কথা বলা হয়েছিল। কিন্তু তাঁরা নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন। সেকারণে গোটা বিষয়টি এখন রাজ্য নেতৃত্বের উপর ছেড়ে দেওয়া হচ্ছে।

এদিকে আশ্চর্যজনকভাবে কোচবিহার পুরসভার ২ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মিনা তরের পুত্র উজ্জ্বল তর নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়ে পড়েছেন। এখানে কার্যত মা ও ছেলের লড়াই। ওয়ার্ডের বাসিন্দারা অনেকেই বিষয়টি উপভোগ করলেও চরম অস্বস্তিতে তৃণমূল। অন্য়দিকে ফরওয়ার্ড ব্লকের এক প্রাক্তন কাউন্সিলর তৃণমূলে আসার পরেও তিনি টিকিট পাননি। তিনিও রাগে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়ে পড়েছেন। তাঁর সঙ্গেও জেলা নেতৃত্ব সরাসরি কথা বলেছেন। কিন্তু তাতেও বরফ গলেনি। এবার শাস্তির মুখে পড়তে পারেন তিনজন।

কার্যত বাধ্য হয়েই এবার রাজ্য পার্টিকে গোটা বিষয়টি জানিয়েছে দল। তবে ভোটের আগে রাজ্য পার্টি আদৌ কতটা ব্যবস্থা নিতে পারবে তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। বলা ভালো কার্যত উভয় সংকটে পড়েছে তৃণমূল। একদিকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে ওই ওয়ার্ডে সমস্যা আরও বাড়বে। অন্যদিকে নির্দল প্রার্থী হিসাবে তাঁরা থেকে গেলে সমস্যায় পড়বেন সংশ্লিষ্ট তৃণমূল প্রার্থী।দলের জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন বলেন, তিনজন নির্দল প্রার্থীর সঙ্গে কথা বলেছি। কিন্তু তাঁরা অনড় রয়েছেন। আমরা রাজ্য নেতৃত্বকে বিষয়টি জানাচ্ছি। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Congress, #Coochbehar

আরো দেখুন