কর্ণাটকের মুসকানকে পুরস্কৃত করবেন আমির-সলমন? জানুন আসল সত্য
কর্নাটকের হিজাব কাণ্ড নিয়ে এখনও বিতর্কের ঝড় বইছে দেশজুড়ে।
কর্নাটকের এক কলেজের সামনে একদল হিন্দুত্ববাদী যুবকের ‘জয় শ্রীরাম’ ধ্বনির বিরুদ্ধে বোরখা পরা মুসলিম ছাত্রী মুসকান খানের ‘আল্লাহু আকবর’ ধ্বনি তুলে সাহসী প্রতিবাদের পর তাঁকে প্রশংসায় ভরিয়েছেন অনেকেই। হিজাব কাণ্ড নিয়ে যখন তোলপাড় গোটা দেশ, তখন মুসকানের পাশেও নাকি দাঁড়িয়েছেন বহু তারকা।
এক সূত্রের খবর, মুসকানের সেই সাহসী পদক্ষেপের পর তাঁকে পুরস্কৃত করতে চলেছেন অভিনেতা আমির খান ও সলমন খান। তুরস্কের সরকারও নাকি পুরস্কৃত করতে চলেছে তাকে। ৮ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মুসকানের প্রতিবাদের ভিডিও। এই ঘটনায় রাজনৈতিক ব্যক্তিত্বদের মতো সরব হয়েছিলেন বি টাউনের তারকারাও। সেই ভিডিও দেখার পরেই মুসকানের পাশে দাঁড়িয়ে নাকি তাঁকে ৩ কোটি টাকা পুরস্কার দিতে চলেছেন আমির-সলমন। অন্যদিকে তুরস্কের সরকারের পক্ষ থেকে মুসকানকে দেওয়া হচ্ছে ২ কোটি আর্থিক পুরস্কার।
আরও একটি সূত্র বলছে, মুসকানকে আমির-সলমনের আর্থিক পুরস্কার দেওয়ার খবরটি সম্পূর্ণ ভুয়ো। এমন কোনও দাবি করেননি অভিনেতারা। হিজাব কাণ্ড নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেখাননি তাঁরা। মুসকানকে পুরস্কার দেওয়ার খবরটিও স্রেফ গুজব বলে দাবি করেছে ওই সূত্রটি। তাছাড়াও তুরস্ক সরকারের তরফেও এই পুরস্কারের কোনও ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত, মুসকানকে কুর্নিশ জানাতে জমিয়তে উলামায়ে হিন্দ ৫ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করেছে।