তথ্য যাচাই বিভাগে ফিরে যান

গোয়ায় তৃণমূল ৭টি আসন পাচ্ছে? জানুন ভাইরাল ছবির আসল সত্য

February 14, 2022 | < 1 min read

সাগর পাড়ের রাজ্য গোয়ায় চলছে ভোট গ্রহণ। প্রথমবারের জন্য গোয়ায় বিধানসভা নির্বাচন লড়ছে ঘাসফুল শিবির। তৃণমূলের গোয়াযাত্রায় শঙ্কিত বিজেপি। তাই গোয়া জিততে মরিয়া বিজেপি ফের একবার ভুয়ো ছবির মিথ্যাচারকেই হাতিয়ার করল।

দাবি
হোয়াটস্যাপে একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে গোয়ার জনপ্রিয় সংবাদপত্র নাকি ব্রেকিং নিউজে জানিয়েছে সৈকত রাজ্যে তৃণমূল গতি বাড়াচ্ছে। পোস্টে বলা হয়েছে, গোয়ায় তৃণমূল ৭টি আসনে এগিয়ে রয়েছে এবং তাদের সহযোগী দল মহারাষ্ট্র গোমন্তক পার্টি ৬টি আসনে এগিয়ে রয়েছে।

আসল সত্য 
হেরাল্ডের পক্ষে স্পষ্ট জানানো হয়ছে, ব্রেকিং নিউজ বলে যে ছবিটি হোয়াটস্যাপে ঘুরছে আদপে তা ভুয়ো। নাগরিকদের এই ভুয়ো হোয়াটস্যাপ ফরওয়ার্ডকে উপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তারা। সেই সঙ্গেই বিশ্বাসযোগ্য ও তাৎক্ষণিক খবর পেতে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে নজর রাখতে অনুরোধ করেছেন হেরাল্ড কর্তৃপক্ষ।

ভোটের দিন ভোটদাতাদের বিভ্রান্ত করতেই এই ভুয়ো ছবি ব্যবহার করা হয়েছে ।

TwitterFacebookWhatsAppEmailShare

#fake News, #tmc, #Goa, #Fact Check

আরো দেখুন