দেশ বিভাগে ফিরে যান

দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ হাজারের কম

February 14, 2022 | 2 min read

ওমিক্রন আতঙ্ক কাটিয়ে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে দেশ। গত কয়েকদিন ধরেই দৈনিক সংক্রমণ নিম্নমুখী। ফলে তৃতীয় ঢেউয়ে নিয়ে ধীরে ধীরে কাটছে দুশ্চিন্তা। খুলছে স্কুল-কলেজ। যদিও বিভিন্ন রাজ্যের মৃত্যুহার এখনও মাথাব্যথার কারণ হয়ে রয়েছে।

সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ১১৩ জন। যা গতকালের তুলনায় প্রায় ১০ হাজার কম। স্বস্তি দিয়ে কমছে অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৭৮ হাজার ৮৮২। ১.১২ শতাংশে নেমে এসেছে অ্যাকটিভ কেস। এই মুহূর্তে ভারতে করোনা পজিটিভিটি রেট ৩.১৯ শতাংশ। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় শিথিল হচ্ছে বিধিনিষেধ। আজ থেকে রাজধানী দিল্লিতে খুলে যাচ্ছে নার্সারি স্কুলও। প্রথম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারাও এবার স্কুলে গিয়ে পঠনপাঠন করবে।

সংক্রমণ কমলেও চিন্তায় রাখছিল দেশের মৃত্যুহার। তবে গত ২৪ ঘণ্টায় পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৪৬ জন। যা গতকালের তুলনায় অনেকটা কম। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ৯ হাজার ১১ জন।

তবে উদ্বেগের মাঝেও আশার আলো দেখাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ১৬ লক্ষ ৭৭ হাজার ৬৪১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৯১ হাজার ৯৩০ জন। সুস্থতার হার ৯৭.৬৮ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৭২.৯৫ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১১ লক্ষের বেশি। তবে টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ১০ লক্ষের ৬৭ হাজার ৯০৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19

আরো দেখুন