কেমন হল এই বছরের কেকেআর টিম?
দু’ দিনের ম্যারাথন আইপিএল নিলাম (IPL Auction) শেষ হল রবিবার। নিলামের শেষবেলায় উমেশ যাদব, টিম সাউদি, মহম্মদ নবির মতো ক্রিকেটার ঘরে তুলে নিয়ে শক্তি বাড়িয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। এবারের দলটা কেমন হবে সেই দিকেই তাকিয়ে ছিলেন কেকেআর ভক্তরা। প্রিয় দলের সাফল্যই দেখতে চান তাঁরা। আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, বরুণ চক্রবর্তীকে রিটেন করা হয়েছিল।
এবারের দলে শ্রেয়স আইয়ারকে ১২.২৫ কোটি দিয়ে কিনেছে কেকেআর । অধিনায়ক হওয়ার অন্যতম দাবিদার তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তানের মহম্মদ নবি ভাল ব্যাট। প্রয়োজনে বল করতে পারেন তিনি। তাঁর অন্তর্ভূক্তি নিঃসন্দেহে কেকেআর-এর শক্তি বাড়াবে। টিম সাউদি ও উমেশ যাদবকে দলে নেওয়ায় দলের বোলিং শক্তি বাড়বে একথা বলাই বাহুল্য।
প্যাট কামিন্স দলের বোলিং বিভাগকে নেতৃত্ব দিতেই পারেন। তাছাড়া ক্যাপ্টেন হওয়ার অন্যতম দাবিদারও তিনি। নীতীশ রানা গতবারও ছিলেন দলে। এবার তাঁকে নেওয়া হয়েছে ৮ কোটির বিনিময়ে। সাদা বলে এখন আর তিনি দলে জায়গা পান না। সেই অজিঙ্ক রাহানেকে কেকেআর দলে নিয়েছে হয়তো ওপেনিংয়ের জন্যই। কারণ এই কেকেআর দলে সুনীল নারিন ওপেন করতে নেমে বিস্ফোরক ব্যাটিং করতে পারেন। ব্যাটিং অর্ডারে নীচের দিকেও খেলতে পারেন তিনি। রয়েছেন ভেঙ্কটেশ আইয়ারের মতো ব্যাটার। রাহানে রাজস্থান রয়্যালসের হয়ে ওপেনও করেছেন। ফলে তাঁকে ওপেন করতে দেখা গেলেও অবাক হওয়ার থাকবে না।
এক নজরে কেকেআর-
নিলামে কেনা ক্রিকেটার-অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার, নীতীশ রানা, প্যাট কামিন্স, রিঙ্কু সিং, শেলডন জ্যাকসন, টিম সাউদি, অ্যালেক্স হেলস, মহম্মদ নবি, উমেশ যাদব, স্যাম বিলিংস, চামিকা করুণারত্নে, শিবম মাভি, অনুকূল রায়, অভিজিৎ তোমার, অশোক শর্মা, বাবা ইন্দ্রজিৎ, প্রথম সিং, রাসিক দার, রমেশ কুমার আমন খান
রিটেন করা ক্রিকেটার –আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার
কেমন হতে পারে প্রথম একাদশ – অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, নীতীশ রানা, শ্রেয়স আইয়ার (সম্ভাব্য অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, উমেশ যাদব/শিবম মাভি, বরুণ চক্রবর্তী, টিম সাউদি।
দল তৈরি হয়ে গিয়েছে। এবার মাঠে নামার পালা।