উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

এভাবেও ফিরে আসা যায়, বামদুর্গ শিলিগুড়িতে ঘাসফুল ফোটালেন গৌতম

February 14, 2022 | < 1 min read

শিলিগুড়িতে কি আবারও অশোক ভট্টাচার্য ম্যাজিক কাজ করবে? নাকি বাজিমাত করবে গৌতম দেবের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস? আজ সকাল পর্যন্তও এ নিয়ে আলোচনায় মেতে ছিল শিলিগুড়ি (Siliguri Municipal Election Results 2022)। আর বেলা গড়াতেই বোঝা গেল, বাজিমাত করেছেন গোতম দেবই (Gautam Deb)। শিলিগুড়ি পুরনিগমে নিজে জেতা তো বটেই, বোর্ডই দখল করতে চলেছে তৃণমূল। ২০১১ সালে তৃণমূল এ রাজ্যে ক্ষমতায় এলেও শিলিগুড়ি হতাশই করেছে তৃণমূলকে। পুর নিগম যেমন ছিল বামেদের দখলে, তেমনই এলাকার বিধায়ক-সাংসদ আবার বিজেপি-র। সেই জায়গা থেকে নিজে জিতে দলকেও শিলিগুড়িতে ক্ষমতায়নের নিরিখে প্রতিষ্ঠিত করলেন গৌতম দেব।

দু’ জনেই বিধানসভা নির্বাচনে হারের মুখ দেখেছেন৷ শিলিগুড়ি পুরনিগমের নির্বাচন তাই সিপিআইএম-এর অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya) বনাম গৌতম দেব (Gautam Deb) হয়ে উঠেছিল। দু’ জনের কাছেই এ ছিল ফিরে আসার লড়াই৷ শিলিগুড়িতে পুরনির্বাচনে তাই সব নজর কেড়ে নিয়েছিলেন দুই শিবিরের দুই কাণ্ডারি (West Bengal Municipal Elections 2022)৷

বিধানসভায় নিজে হেরেছিলেন গৌতম দেবকে। যদিও সেই ভোটের ফলকে গুরুত্ব দিতে নারাজ ছিলেন তৃণমূল নেতা। কারণ বিধানসভা নির্বাচনে নিজে হেরে যাওয়ার পর পুরভোটে শিলিগুড়িতে তৃণমূলকে ক্ষমতায় নিয়ে আসা তাঁর সামনেও ছিল বড় পরীক্ষা৷ সেই পরীক্ষাতেই তিনি লেটার মার্কস পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

গণনার দিন সকালেই গৌতমবাবুর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ছিল, ‘আমরাই জিতব৷’ বাস্তবে ঘটলও তাই৷ ঘটনাচক্রে আজই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলনেত্রীর উপস্থিতিতে তৃণমূল শিলিগুড়ি দখল নিতে পারায় এবার শিলিগুড়ির মেয়র নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তবে, তৃণমূল সূত্রে খবর, গৌতম দেবকে মেয়র পদে বসানো এখন শুধু সময়ের অপেক্ষা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ashok Bhattacharya, #siliguri municipal corporation, #Gautam Deb

আরো দেখুন