রাজ্য বিভাগে ফিরে যান

আসানসোলের ৩১ নম্বর ওয়ার্ডে ‘টাই’ তৃণমূল-সিপিএম, টসে জয়ী হলেন ঘাসফুল প্রার্থী

February 14, 2022 | 2 min read

আসানসোল পুরসভা নির্বাচনে (Asansol Corporation Election Result 2022) বিপত্তি। ৩১ নম্বর ওয়ার্ডে সম পরিমাণ ভোট পেলেন বাম ও তৃণমূল প্রার্থী। ফলাফল অমীমাংসিত। যার জেরে এই ওয়ার্ডে সিদ্ধান্ত হয়, দুই প্রার্থীর মধ্যে বিজয়ী ঘোষণা করতে টস করা হবে। টাইব্রেকারে যিনি জিতবেন, তিনিই হবেন ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। গোটা পরিস্থিতি নিয়ে টানটান উত্তেজনা চলে আসানসোলে। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন তৃণমূল প্রার্থীই। টসে জিতে কাউন্সিলর ঘোষিত হলেন আশা প্রসাদ।

যদিও টাইব্রেকারের আগে বামফ্রন্ট সমর্থিত প্রার্থী তনুশ্রী রায় বলেন, ”আমি এবং তৃণমূল প্রার্থী আশা প্রসাদ দু’জনেই ২৩৫৮টি করে ভোট পেয়েছি। বিকেল পাঁচটার পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে প্রশাসন।” উৎকণ্ঠায় রয়েছেন তনুশ্রী। তিনি জানিয়েছেন, শাসক দল কোনওভাবে যেন বাড়তি সুবিধে না পায় সেই বিষয়টি যেন কমিশনের তরফে খতিয়ে দেখা হয়।

এদিকে, আসানসোলে এদিন শুরু থেকেই বজায় রয়েছে ঘাসফুলের দাপট। ১ নম্বর ওয়ার্ডে পরাজিত হয়েছেন পুরসভার বিরোধী দলনেতা সিপিএমের তাপস কবির। ৩ হাজার ৯৩০ ভোটে সেখানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মৃদুল চক্রবর্তী। ১২ নম্বর ওয়ার্ডে ৫ হাজার ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সমরজিৎ গোস্বামী। ২৭ নম্বর ওয়ার্ডে ৩৩০০ ভোটে জয়ী জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী বিজেপি প্রার্থী চৈতালি তিওয়ারি। ২৫, ২৮ ও ৫৯ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস প্রার্থী এস এম মুস্তাফা, গুলাম সারওয়ার ও মহম্মদ জাকির হোসেন। ৩৩ ও ৪৩ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিএমের নারায়ণ বাউড়ি ও আমনা খাতুন। ৪৪ নম্বর ওয়ার্ডে জয়ী আসানসোলের প্রাক্তন পুর প্রশাসক তৃণমূল প্রার্থী অমরনাথ চট্টোপাধ্যায়। ৯০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের শক্তি রুইদাস মাত্র ২ ভোটে জয়ী হয়েছেন। ১০৩ নম্বর ওয়ার্ডে বিজেপির তারকনাথ ধীবর জয়ী হয়েছেন ৫ ভোটে। ৭৪ নম্বর ওয়ার্ডে জয়ী কুলটির প্রাক্তন বিধায়ক ও তৃণমূলের জেলা চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। ৫০ নম্বরে জয়ী আইনমন্ত্রী মলয় ঘটকের ভাইর অভিজিৎ ঘটক। ৬৫ নম্বরে জয়ী নির্দল প্রার্থী নাজিম আখতার। ৬৮ নম্বরে জয়ী নির্দল প্রার্থী রাধা সিং। দু’জনেই টিকিট না পেয়ে নির্দলে দাঁড়িয়েছিলেন।

আসানসোলে ২ ধাপে ২২ রাউন্ড গণনা হয়। আসানসোলের ২৭ নম্বর ওয়ার্ডে জয়ী প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি। এদিন তিনি বলেন, “বোর্ড গঠনের আশা করেছিলাম। কিন্তু, তৃণমূল ভয় পেয়ে সন্ত্রাস চালিয়েছে। এটা আমার একার জয় নয়। গোটা দলের জয়।” চারটি ওয়ার্ডে আসানসোলে জয় পেয়েছি বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

#asansol, #tmc, #Cpim, #Municipal results, #Tie, #Toss

আরো দেখুন