গোয়ায় প্রতিটি বাড়িতে পৌঁছে গেছে তৃণমূল: মমতা
আজ গোয়া বিধানসভা নির্বাচন। প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এক দফার গোয়া বিধানসভা নির্বাচনে ২৬ টি আসনে এককভাবে লড়ছে ঘাসফুল শিবির। বাকি ১৩ টি আসনে তৃণমূলের সঙ্গে মহারাষ্ট্র গোমন্তক পার্টির জোট রয়েছে।
এক বেসারকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গোয়া নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেন, “কোন একটি রাজ্য সঠিকভাবে পুরোদস্তুর সংগঠন তৈরি করতে নূন্যতম তিন থেকে চার বছর সময় লাগে। অল্প কিছুদিন হল তৃণমূল গোয়ায় কাজ শুরু করেছে। এতো স্বল্প সময় সত্ত্বেও মাত্র তিন-চার মাসের মধ্যে গোয়ায় তৃণমূল প্রশংশনীয় কাজ করে দেখিয়েছে।”
গোয়ায় পড়ে থেকে যারা কাজ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ ব্রায়েন, মহুয়া মৈত্র-সহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সকলেই নিজের সেরাটা দিয়েছেন। আমাদের দল খুব ভাল কাজ করেছে। গোয়ায় প্রতিটি বাড়িতে তৃণমূল কংগ্রেসে পৌঁছে গিয়েছে। এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।”
তৃণমূল নেত্রীর কথায়, গোয়ায় নির্বাচনের ফল কী হবে তা মানুষ ঠিক করবে। গোয়া অন্য রাজ্যের থেকে একটু আলাদা, গোয়া আর বাংলা এক নয়। গত নির্বাচনেও দেখা গিয়েছে, কংগ্রেসের টিকিটে জেতা বিধায়কেরা কেমন পালিয়ে গিয়েছেন। যার ফলে কংগ্রেস জিতেও গোয়ায় সরকার তৈরি করতে পারেনি।
বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো জানান, ” আমরা এখন গোয়ায় কাজ করে যাব। আমাদের সঙ্গে মহারাষ্ট্র গোমন্তক পার্টি রয়েছে। আমার বিশ্বাস আমরা গোয়ায় ভাল করবো।”