বিনোদন বিভাগে ফিরে যান

কোভিড আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়

February 14, 2022 | 1 min read

ফের টলিউডে করোনার (Coronavirus) থাবা। এবার করোনা আক্রান্ত অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee)। নিজের কলকাতার বাড়িতেই আইসোলেশনে রয়েছে ৭৫ বছরের অভিনেতা।

এমনিতে মুসৌরিতে থাকেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের আয়োজিত সিনেমার সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। সেই কারণেই কলকাতায় আসেন। কিন্তু বেলা একটা নাগাদ বর্ষীয়ান অভিনেতা অনুষ্ঠানের উদ্যোক্তাদের নিজের কোভিড (COVID-19) পজিটিভ হওয়ার কথা জানান তিনি। এর আগেও দু’বার এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল ছিল অভিনেতার। কিন্তু দেশের কোভিড পরিস্থিতির কারণে দু’বারই অনুষ্ঠান পিছিয়ে যায়।

সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ কি খিলাড়ি’র মাধ্যমে সিনেমার দর্শকদের নজর কাড়েন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। তারপর ‘দুই পৃথিবী’, ‘ঘরে বাইরে’, ‘আক্রোশ’, ‘লাঠি’র মতো সিনেমায় অভিনয় করেন। একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। ১৯৮৪ সালে মুক্তি পাওয়া ডেভিড লিন পরিচালিত ‘আ প্যাসেজ টু ইন্ডিয়া’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি। শুধু সিনেমা নয় নাট্য জগতেরও সক্রিয় কর্মী হিসেবে কাজ করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। অভিনেতার করোনা আক্রান্তের খবরে চিন্তিত অনুরাগীরা। অনেকেই তাঁর দ্রুত আরোগ্যো কামনা করেছেন।

এদিকে করোনা সংক্রমণ কমলেও মৃত্যুহার নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা। রবিবার স্বাস্থ্য দপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫১২ জন। যা আগের দিনের তুলনায় বেশ খানিকটা কম। পজিটিভিটি রেট ১.৪২ শতাংশ। অত্যন্ত সামান্য হলেও বেড়েছে মৃত্যু। একদিনে রাজ্যে করোনার বলি হয়েছেন ২৭ জন। তবে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। বিগত কয়েক দিনে একাধিক তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। করোনাকে হার মানালেও তার পরবর্তী ধাক্কা সামলাতে পারেননি সংগীতসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। ৬ ফেব্রুয়ারি প্রয়াত হন তিনি। এখনও হাসপাতালে চিকিৎসাধীন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid 19, #Victor Banerjee

আরো দেখুন