উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

কোচবিহারে মুখ্যমন্ত্রীর সভায় বিজেপির উত্তরবঙ্গের আদিবাসী নেতারা

February 15, 2022 | 2 min read

কোচবিহারে (Cooch Behar) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সভায় যাচ্ছেন বিজেপি-র (BJP) উত্তরবঙ্গের (North Bengal) আদিবাসী নেতারা (Tribal Leaders)। আদিবাসী উন্নয়ন পর্ষদের বৈঠকে যাচ্ছেন বিজেপি নেতারা। আগেই আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপি নেতাদের। মুখ্যমন্ত্রীর ডাকা সভায় থাকছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। থাকছেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তিরকেও।

বিধানসভায় বিজেপি-র মুখ্য সচেতক মনোজ টিগ্গাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। কলকাতায় থাকায় আসতে পারছেন না। পাঠানো হচ্ছে দুই প্রতিনিধিকে, জানালেন মনোজ টিগ্গা।

এদিকে, গতকালই শিলিগুড়ি পুরভোটের ফল প্রকাশিত হয়েছে। ৪৭ ওয়ার্ডের মধ্যে ৩৭টি ওয়ার্ডে জিতেই প্রথমবার শিলিগুড়ি পুরসভা দখল করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি ৫, বামেরা ৪ এবং কংগ্রেস মাত্র একটি আসনে জয় পেয়েছে। সিপিএমের হেভিওয়েট নেতা ও প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ হেরে গিয়েছেন। জয় পেয়েছেন তৃণমূল নেতা গৌতম দেব। শিলিগুড়িতে দ্বিতীয় স্থানে বিজেপি। একাধিক ওয়ার্ডে প্রার্থীরা জিতেছেন একেবারে কান ঘেঁষে। শিলিগুড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে বিজেপি জিতেছে ৪০ নম্বর ভোটের ব্যবধানে। ২৪ নম্বর ওয়ার্ডে মাত্র ১১ ভোটের মার্জিনে জিতেছেন তৃণমূল প্রার্থী। আজ জয়ী তৃণমূল প্রার্থীদের সঙ্গে দেখা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

রাজ্যের চার পুরসভার ভোটে তৃণমূলের বিপুল জয়ে সবচেয়ে বেশি নজর কেড়েছে শিলিগুড়ি। দুর্ভেদ্য দুর্গ অবশেষে জয় করল তৃণমূল। এই প্রথমবার শিলিগুড়ি পুরসভায় ঘাসফুল ফুটল। অন্যদিকে, লোকসভা এবং বিধানসভা ভোটে উত্তরবঙ্গে দুরন্ত ফলের পর, মাত্র ৯ মাসের মধ্যে শিলিগুড়ি পুরভোটে কার্যত ধসে গেল বিজেপি। স্বপ্নভঙ্গ হল গেরুয়া শিবিরের। মাত্র ৯ মাস আগে বিধানসভা ভোটের ফল অনুযায়ী শিলিগুড়িতে মাত্র ১০টি ওয়ার্ডে এগিয়ে ছিল তৃণমূল। এবার তারা এক লাফে পেল ৩৭টি ওয়ার্ড। ৯ মাস আগে তৃণমূলকে হারিয়ে শিলিগুড়ি বিধানসভা আসন দখল করেছিল বিজেপি।তারা এগিয়েছিল শিলিগুড়ির ৩৬টি আসনে। এবার মাত্র পাঁচটি ওয়ার্ডে জিতল তারা। গতবার শিলিগুড়ি পুরবোর্ড যাদের দখলে ছিল সেই বামেরা ২০২১-এর বিধানসভা ভোটের ফল অনুযায়ী একটি ওয়ার্ডে এগিয়ে ছিল। এবার তারা পেল চারটি ওয়ার্ড।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #bjp, #tmc, #Coochbehar

আরো দেখুন