শুভেন্দুর বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ আশুতোষ কলেজ তৃণমূল ছাত্র পরিষদের
সোমবারের ঘটনা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল টিএমসিপি আশুতোষ কলেজ ইউনিট।
টিএমসিপির অভিযোগ, সোমবার কলেজে এসে শুভেন্দু এবং তাঁর দেহরক্ষীরা ছাত্রছাত্রীদের হুমকি দেন। তাঁর উস্কানিতেই গতকাল ওই গণ্ডগোলের ঘটনা ঘটে।
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনা ঘটে। ওই হামলায় নিহত সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছিল ওই এলাকার বিজেপি। গতকাল সেখানেই যান শুভেন্দু।
শুভেন্দু জওয়ানদের ছবিতে মালা দিয়ে ফেরার সময়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। একদল ছেলে ফুটপাথে দাঁড়িয়ে তারস্বরে স্লোগান দিচ্ছিলেন—চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা। তাঁরা সকলেই তৃণমূল ছাত্রপরিষদের কর্মী-সমর্থক।
একটি ভিডিওতে দেখা যায়, ওই স্লোগান শুনেই গাড়ির ভিতর থেকে মুখ বাড়িয়ে শুভেন্দু বলছেন, ‘জুতোপেটা করব…।’ এরপর তিনি গাড়ির দরজা খুলে নেমে পড়ে ওই ছেলেদের দিকে কার্যত তেড়ে যান। তাঁর কনভয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সঙ্গে সঙ্গে ওই দলটিকে পিছন দিকে সরিয়ে দেয়। এরপর রেগে গিয়ে ফিরে আসেন তিনি। এক পুলিশ কনস্টেবল তাঁকে গাড়িতে ওঠার পরামর্শ দিতে তিনি তাঁকেও চড়া মেজাজ নিয়ে বলেন, যান যান, ওদের গিয়ে বলুন।