রাজ্য বিভাগে ফিরে যান

আজ থেকে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার

February 15, 2022 | 2 min read

ছবি: ফাইল চিত্র

আজ মঙ্গলবার শুরু হচ্ছে রাজ্যজুড়ে দুয়ারে সরকার ক্যাম্প। তবে এখন এই ক্যাম্পের মাধ্যমে সরকারি প্রকল্পের সুবিধা সংক্রান্ত আবেদনপত্র জমা নেওয়ার কাজ হবে। রাজ্যের ১০৮টি পুরসভায় সামনে নির্বাচন থাকায় বলবৎ করা হয়েছে কিছু বিধিনিষেধ। সেই নিষেধাজ্ঞা অনুযায়ী যে এলাকায় নির্বাচন আছে, সেখানে দুয়ারের সরকার ক্যাম্পে কোনও রাজনৈতিক ব্যাক্তির ছবি রাখা যাবে না। রাজনৈতিক দলের নেতা বা মন্ত্রী সেই এলাকার ক্যাম্পে যেতে পারবেন না। ক্যাম্প নিয়ে করা যাবে না কোনও প্রচারও।

সোমবার শিলিগুড়ি যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ থেকে ক্যাম্প চালুর কথা জানান। ক্যাম্পে আবেদনপত্র দিতে গিয়ে যাতে মানুষের কোনও অসুবিধা না হয় তা নিশ্চিত করতে সমস্ত জেলাশাসক ও সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষকর্তাদের সাথে এদিন ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

নবান্ন সূত্রের খবর, প্রথম দিনেই রাজ্যজুড়ে মোট ৫ হাজার ৫০১টি দুয়ারে সরকার ক্যাম্প হবে। এই ক্যাম্পগুলি থেকে রাজ্যের ২৪টি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করা যাবে। এবারই প্রথম এই ক্যাম্প থেকে মৎস্যজীবী ক্রেডিট কার্ড, আর্টিজান ক্রেডিট কার্ড ও উইভার্স ক্রেডিট কার্ডের আবেদন করা যাবে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য আলাদা কাউন্টার করতে বলা হয়েছে। এবার প্রথম ক্যাম্প থেকে তাদের শংসাপত্র দেওয়া হবে।

নবান্ন সূত্রের খবর, প্রথম দিনেই রাজ্যজুড়ে মোট ৫ হাজার ৫০১টি দুয়ারে সরকার ক্যাম্প হবে। এই ক্যাম্পগুলি থেকে রাজ্যের ২৪টি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করা যাবে। এবারই প্রথম এই ক্যাম্প থেকে মৎস্যজীবী ক্রেডিট কার্ড, আর্টিজান ক্রেডিট কার্ড ও উইভার্স ক্রেডিট কার্ডের আবেদন করা যাবে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য আলাদা কাউন্টার করতে বলা হয়েছে। এবার প্রথম ক্যাম্প থেকে তাদের শংসাপত্র দেওয়া হবে।

জানা গিয়েছে, জেলা আধিকারিকরা এই প্রকল্পে আবেদন করার জন্য নির্দিষ্ট ফর্ম বিলির কাজ শুরু করে দিয়েছেন। কিন্তু লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন শুধুমাত্র দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েই করতে হয়। তাই গতবারের মতো এবারও এই প্রকল্পের টানেই ক্যাম্পে বেশি ভিড় হবে বলে মনে করছেন রাজ্যের আধিকারিকরা। তবে সমস্ত ক্ষেত্রেই সুবিধা প্রদান শুরু হবে ৮ মার্চ থেকে। সমস্ত আবেদন যাচাই করে ১৫ মার্চের মধ্যে সেরে ফেলতে হবে সুবিধা প্রদানের কাজ। সমস্ত ক্যাম্পে কোভিড বিধি নিশ্চিত করতেও জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

গত ২ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল দুয়ারে সরকার ক্যাম্প। কিন্তু কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় তা পিছিয়ে ১৫ ফেব্রুয়ারি ধার্য করা হ। একইভাবে ‘পাড়ায় সমাধান’ কর্মসূচির মাধ্যমে আবেদনপত্র নেওয়া চলেছে ১ ফেব্রুয়ারি থেকে। চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আর দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন নেওয়ার কাজ চলবে দু›দফায়। প্রথম দফায় আবেদন জমা নেওয়া হবে ১৫ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। ১ থেকে ৭ মার্চ পর্যন্ত চলবে দ্বিতীয় দফায় আবেদন নেওয়ার কাজ। এখনও পর্যন্ত ৭২ হাজার ৪৮৭টি ক্যাম্পের জায়গা চিহ্নিত করা হয়েছে। তবে এই সংখ্যা আরও কিছু বাড়বে বলে জানান রাজ্যের এক আধিকারিক। অন্যদিকে, এ পর্যন্ত মোট ৫ লক্ষ ৪৫ হাজার ৫৯৩জন মানুষ এসেছে পাড়ায় সমাধান ক্যাম্পে। রাজ্যের এক আধিকারিক এই বিষয়ে জানান যে দুয়ারে সরকারের সময়সূচি অনুযায়ী নির্বাচনের প্রক্রিয়া চলাকালীন সমস্ত ক্যাম্পেই শুধুমাত্র আবেদনপত্র জমা নেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #Duare Sarkar

আরো দেখুন