পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কেওড়াতলায় সম্পন্ন সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষকৃত্য
মঙ্গলের সন্ধেয় ‘সন্ধ্যা’ ইহলোক ত্যাগ করেছেন। আর বুধবার পূর্ণিমার সন্ধেয় যখন চাঁদ আকাশে ঝলমল করছে সেই সময় চিরতরে বিলীন হল তাঁর দেহ। কেওড়াতলা মহাশ্মশানে গান স্যালুট দেওয়া হয় সন্ধ্যা মুখোপাধ্যায়কে। এরপর অন্ত্যোষ্টি ক্রিয়া শুরু হয়। শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়াও রাজ্যের একাধিক নেতা-মন্ত্রী, সঙ্গীত জগতের একাধিক তারকা ও প্রচুর ভক্ত উপস্থিত ছিলেন গীতশ্রীর অন্তিম যাত্রায়।
মঙ্গলবার সন্ধেয় গীতশ্রীর মৃত্যু সংবাদ আসে। রাতে পিস ওয়ার্ল্ডে রাখা হয় তাঁকে। বেলা ১২টা থেকে রবীন্দ্রসদনে শায়িত ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের নশ্বর দেহ। কোচবিহার সফর কাটছাঁট করে বিকেলে ফিরে আসেন মুখ্যমন্ত্রী। রবীন্দ্রসদনে যান তিনি। এরপর শুরু হয় অন্তিম যাত্রা।
শিল্পীর মরদেহ নিয়ে প্রচুর মানুষ কেওড়াতলার দিকে রওনা দেন। পা মেলান মমতা ব্যানার্জিও। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চোখের জলে প্রিয় গায়িকাকে বিদায় জানালেন অগণিত ভক্তরা। তিনি ভবিষ্যতে থাকবেন না, তবে তাঁর সৃষ্টি, গান আজীবন থেকে যাবে শ্রোতাদের হৃদয়ে।