রাজ্য বিভাগে ফিরে যান

পুরভোটের নিরিখে আসানসোলে ৩ বিধানসভায় হার বিজেপির

February 16, 2022 | 2 min read

পাঁচ বিধানসভা এলাকা নিয়ে গঠিত আসানসোল পুরসভা নির্বাচনে তিন বিধানসভায় শূন্য হাতে‌ই ফিরতে হল বিজেপিকে। আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার ২২টি ওয়ার্ডে তারা খাতা খুলতে পারেনি। একইভাবে রানিগঞ্জ ও জামুড়িয়ায় আসন পাওয়া তো দূরের কথা, বেশিরভাগ ওয়ার্ডে তৃতীয় স্থানে পৌঁছে গিয়েছে বিজেপি। এই করুণ অবস্থায় সাংগঠনিক দুর্বলতা না দেখে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের তত্ত্বেই শান দিচ্ছে তারা। সামনেই লোকসভার উপনির্বাচন রয়েছে। তাই পুরভোটের ফল বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে তৃণমূল শিবিরকে।

সোমবারই আসানসোল পুরসভার নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। মাত্র সাতটি আসন নিয়েই এবার সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপিকে। আরও বেশি তাৎপর্যপূর্ণ, কুলটি বিধানসভা এলাকা ছাড়া সেভাবে নিজেদের অস্বস্তিই টিকিয়ে রাখতে পারেনি গেরুয়া শিবির। বিধানসভা নির্বাচনে কুলটি বিধানসভা এলাকায় তৃণমূলের উজ্জ্বল চট্টোপাধ্যায়কে হারিয়ে আলোড়ন ফেলে দিয়েছিলেন বিজেপির অজয় পোদ্দার। বিধানসভায় ভোটের নিরিখে ২৮টি ওয়ার্ডের মধ্যে ১৯টিতে এগিয়েছিল বিজেপি। কিন্তু ফল ঘোষণা হতে দেখা গেল কুলটিকে সামনে রেখে বিজেপির আসানসোল পুরসভা জয়ের স্বপ্ন ভেঙে চুরমার। সেখানে পাঁচটি ওয়ার্ডে জয় পেয়েছে তারা। কিন্তু সবচেয়ে হতাশাজনক ফল হয়েছে জামুড়িয়া ও রানিগঞ্জ বিধানসভা এলাকায়। রানিগঞ্জের পাঁচটি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। বাকি ৬টি ওয়ার্ডে তারা তৃতীয় স্থানে নেমে গিয়েছে। জামুড়িয়ার ১৩টি ওয়ার্ডের মধ্যে তিনটি ওয়ার্ডে নিজেদের দ্বিতীয় স্থানে রাখতে পেরেছে বিজেপি। তাদের তুলনায় বিরোধী হিসেবে অনেক বেশি ভোট পেয়েছে সিপিএম।

বিজেপির দাবি, সব ভোট লুট হয়েছে। অথচ দেখা গিয়েছে ১০৩ নম্বর ওয়ার্ডে দরিদ্র টোটোচালক তারকনাথ ধীবর বিজেপির টিকিটে জিতেছেন। ভোটের দিন এলাকায় দাপিয়ে বেড়িয়ে জয় ছিনিয়ে নিয়েছেন চৈতালি তেওয়ারি, গৌরব গুপ্তা, অমিত তুলসিয়ান, সুশান্ত মণ্ডলের মতো প্রার্থীরা। ভোটে জিতেছেন নির্দল, কংগ্রেসের প্রার্থীরাও। সব ভোট লুট হলে কী করে তা সম্ভব সেই প্রশ্ন এড়িয়ে এদিন জেলাশাসক অফিসে সন্ত্রাস ইস্যুতে ডেপুটেশন দেয় বিজেপি। বিজেপি নেতাদের ঘিরে থাকা কেন্দ্রীয় বাহিনীদেরও ডিএম অফিসে ডেপুটেশন দেওয়ার সময় নিয়ে যেতে চেয়ে পুলিসের সঙ্গে বচসায় জড়ায় তারা। বিজেপির জেলা সভাপতি দিলীপ দে বলেন, অবাধ নির্বাচন হলে সব বিধানসভা এলাকাতাতেই ফল ভালো হতো। তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, আমার প্রশ্ন সব ওয়ার্ডে ভোট লুট হলে বিরোধীরা কী করে জয়লাভ করল। পরাজয়ের পর এধরনের মন্তব্য ঩বিরোধীরা করে থাকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #asansol, #tmc

আরো দেখুন