কলকাতা বিভাগে ফিরে যান

তৃণমূলের প্রচারে চমক লাগালেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন

February 16, 2022 | < 1 min read

বাদাম বিক্রির গান ভাইরাল হয়েছিল। তাতেই তাঁর পরিচিতি এখন প্রায় ঘরে ঘরে। সেই ভুবন বাদ্যকারকে ভোট প্রচারে নামালেন দুই তৃণমূল কংগ্রেস প্রার্থী। মঙ্গলবার চুঁচুড়া শহরের দু’টি ওয়ার্ডে ঘুরে ঘুরে গান গেয়ে প্রচার করলেন বীরভূমের ভুবনবাবু। এদিন তিনি প্রথমে প্রচার করেন ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ঝন্টু বিশ্বাসের হয়ে। সকাল সকাল কাঁচা বাদামের সুরে সচকিত হয়ে ওঠে এলাকা। ভুবনবাবুকে দেখে এলাকাবাসীদের অনেকেই ভিড় করেন। আর তখনই ঝন্টুবাবুকে ভোট দেওয়ার আবেদনও সেরে নেন বাদাম বিক্রেতা। অভিনব এই প্রচার পর্বে তৃণমূল কর্মীদের উৎসাহও ছিল চোখে পড়ার মতো। পরে তিনি ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মৌসুমি মাঝির হয়ে প্রচারে অংশ নেন। সেখানেও ভুবনবাবুর পরিচিত কণ্ঠে ভিড় জমে যায়। বলাই বাহুল্য, ভুবনবাবু মৌসুমিদেবীকে ভোট দেওয়ার আবেদন করতেও ভুল করেননি। এনিয়ে ভুবনবাবু বলেন, ওঁরা চেয়েছিলেন আমি প্রচার করি। তাই এসেছি। তবে তৃণমূলের আমলে উন্নয়ন হয়েছে, এটা খুবই সত্যি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Congress, #Kacha Badam, #Bhuban Badyakar

আরো দেখুন