প্রতিভাকে স্মরণ করতে থাকব, বাপ্পি লাহিড়ীর প্রয়াণে শোকপ্রকাশ ‘মর্মাহত’ মমতার
শোকের ছায়া বাংলা সঙ্গীত জগতে৷ গায়ক-সুরকার বাপ্পি লাহিড়ীর প্রয়াণে মর্মাহত মমতা বন্দ্যোপাধ্যায়৷ উত্তরবঙ্গ থেকে বাংলাকে বিশ্বের দরবারে উপস্থাপন করায় বাপ্পি লাহিড়ীর পরিশ্রমকে কুর্ণিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
তিনি টুইটে লেখেন, ‘‘কিংবদন্তি গায়ক ও সুরকার বাপ্পী লাহিড়ীর অকাল প্রয়াণের খবর শুনে মর্মাহত। আমাদের উত্তরবঙ্গের একটি ছেলে, সে তাঁর নিখুঁত প্রতিভা এবং কঠোর পরিশ্রমের দ্বারা সর্বভারতীয় খ্যাতি এবং সাফল্যে উন্নীত হয়েছে৷ তাঁর সঙ্গীত অবদানের মাধ্যমে আমাদের গর্বিত করেছে। আমরা তাঁকে আমাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরষ্কার “বঙ্গবিভূষণ” প্রদান করেছি এবং প্রতিভাকে স্মরণ করতে থাকব। আমার আন্তরিক সমবেদনা।’’
মুম্বইয়ের হাসপাতালে মারা গেলেন বাঙালি সঙ্গীত শিল্পী তথা সুরকার বাপ্পি লাহিড়ী৷ বয়স হয়েছিল ৬৯ বছর। বাপ্পি লাহিড়ীর আসল নাম অলোকেশ লাহিড়ী। ১৯৫২ সালে জলপাইগুড়ি জেলায় তাঁর জন্ম। ডাক নাম ছিল বাপি। এক আত্মীয়ের রাখা নামেই আজ তিনি বিশ্ব কাঁপিয়েছেন। বাবা অপরেশ লাহিড়ী আর মা বাঁশুড়ি লাহিড়ী দুজনেই বাংলা সঙ্গীত জগতে পরিচিত নাম ছিলেন। গানের হাতেখড়ি পরিবারেই।
৩৩টি ছবির জন্য ১৮০টি গান রেকর্ড করে ১৯৮৬ সালে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলে নিয়েছিলেন বাপ্পি লাহিড়ী। একমাত্র ভারতীয় মিউজিক ডিরেক্টর হিসাবে ১৯৮৯ সালে জোনাথন রসের লাইভ পারফরম্যান্সে আমন্ত্রিত হয়েছিলেন৷ তাঁর আইকনিক গান জিমি জিমি আজা আজা… হলিউড ছবি ‘ You Don’t Mess With The Zohan’s’-এ ব্যবহার করা হয়েছিল।