খেলা বিভাগে ফিরে যান

প্রাক্তন ফুটবলারদের পেনশন দিতে চলেছে রাজ্য সরকার, উদ্যোগী আইএফএ

February 16, 2022 | < 1 min read

এবার বাংলার প্রাক্তন ফুটবলারদের জন্য পেনশনের ব্যবস্থা করছে আইএফএ। এদিন প্রাক্তন ফুটবলারদের নিয়ে একটি বৈঠক করেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়। সেই বৈঠকেই প্রাক্তন ফুটবলারদের নিয়ে একটি কমিটি তৈরি করা হয়। সেই কমিটির নির্দেশে শর্তাবলির অন্তর্গত খেলোয়াড়দের নির্বাচন করা হবে। বৈঠকে উপস্থিত ছিলেন শিশির ঘোষ, রহিম নবি, অলোক মুখোপাধ্যায়, অতনু ভট্টাচার্যরা।

প্রসঙ্গত, আইএফএ-এর বৈঠক শেষে প্রাক্তন ফুটবলার প্রশান্ত বলেন, “রাজ্য সরকার প্রাক্তন ফুটবলারদের হাজার টাকা করে পেনশন দেবে। সব ফুটবলারদের ফোন নম্বর বা ইমেল আইডি নেই। তাই তাদের কাছে পৌঁছনোর জন্য একটি উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা সংস্থার মাধ্যমে ফুটবলারদের কাছে পৌঁছনো হবে।” ৩১শে মার্চের মধ্যে নামনথিভুক্ত করতে হবে ফুটবলারদের। প্রশান্ত বলেন, “আমরা চাই সকলে নামনথিভুক্ত করুক।” জাতীয় এবং রাজ্য স্তরে খেলা ফুটবলাররা এই সুযোগ পাবেন। এই বছর এপ্রিল মাস থেকে প্রতি মাসে হাজার টাকা করে পাবেন প্রাক্তন ফুটবলাররা।

TwitterFacebookWhatsAppEmailShare

#footballer, #IFA, #Joydeep Mukherjee, #Syed Rahim Nabi

আরো দেখুন