দেশে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ, মৃতর সংখ্যা ছাড়াল ৫০০-র গণ্ডি
গত ২৪ ঘণ্টায় ১১ শতাংশ বাড়ল দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা(Corona India)। ৩০ হাজারের উপরে দৈনিক সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ৩০ হাজার ৬১৫ জন। উদ্বেগের মাঝে বাড়ল দৈনিক মৃত্যুও(Corona India update)। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের মৃত্যু সংখ্যা ৫১৪।
বছরের শুরুতেই দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়েছিল অনেকটাই। সংক্রমণ ঠেকাতে দেশের বিভিন্ন রাজ্য আংশিক বিধিনিষেধের পথে হাঁটে। তবে এখন অনেকটাই কমেছে সংক্রমণ। আর বর্তমানে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৭০ হাজার ২৪০ জন৷ গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছে এক লক্ষ ৮২ হাজার ৯৮৮ জন। এখনও পর্যন্ত দেশে চার কোটি ১৮ লক্ষ ৪৩ হাজার ৪৪৬ জন করোনায় সুস্থ হয়েছে। দেশে করোনায় সুস্থতার হার ৯৭.৯৪ শতাংশ। কমেছে পজিটিভিটি রেটও। দেশে করোনা পজিটিভিটি রেট ২.৪৫ শতাংশ। সপ্তাহিক সংক্রমণের হার ৩.৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১২ লক্ষ ৫১ হাজার ৬৭৭। এখনও পর্যন্ত দেশে মোট করোনা পরীক্ষার সংখ্যা ৭৫ কোটি ৩০ লক্ষের বেশি। এখনও পর্যন্ত দেশে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে মোট ১৭৩ কোটি ৪৬ লক্ষ ৮১ হাজার ৬৭৫টি ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৪১ লক্ষ ৫৪ হাজারের বেশি টিকা দেওয়া হয়েছে।