২২ ফেব্রুয়ারি মেয়র পদে শপথ গৌতমের
২২ ফ্রেব্রুয়ারি মঙ্গলবার শিলিগুড়ি পুরসভার মেয়র পদে শপথ নিতে পারেন গৌতম দেব। নতুন চেয়ারম্যানও শপথ নেবেন একইসঙ্গে। বুধবার নগরোন্নয়ন দপ্তর সূত্রে এমনই খবর মিলেছে। ওই দপ্তর সূত্রের খবর, সেদিনই প্রথমে নবনির্বাচিত প্রতিনিধিরা কাউন্সিলার হিসেবে শপথ নেবেন। তারপরই চেয়ারম্যান এবং মেয়র শপথ নেবেন। গত ১২ ফেব্রুয়ারি শিলিগুড়ি পুরসভার ৪৭টি ওয়ার্ডে ভোট হয়েছে। ১৪ ফেব্রুয়ারি ভোট গণনা হয়। ফলাফলে ৩৭টি ওয়ার্ডে জয়লাভ করে নিরঙ্কুশ গরিষ্ঠতা অর্জন করেছে তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর এই প্রথম এককভাবে পুরবোর্ড দখল করল রাজ্যের শাসকদল। ভোট গণনার দিন বিকেলেই উত্তরবঙ্গ সফরে শিলিগুড়িতে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি ভোটে দলের বিপুল জয়ের খবর পেয়ে দলনেত্রী কলকাতা থেকেই মেয়র হিসেবে গৌতম দেবের নাম ঘোষণা করে দেন। মঙ্গলবার মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় দলের জয়ী কাউন্সিলারদের সঙ্গে সাক্ষাৎ করেন।