শিল্পায়নের জোয়ার উত্তরবঙ্গে, ১০ হাজার পাঁচশো কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব
উত্তরে শিল্প গড়তে বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। উত্তরবঙ্গে কর্মসংস্থানের জোয়ার আনতে বেসরকারি শিল্প তালুকে জোর রাজ্য সরকারের। নতুন করে ৪০ টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করার কথা ঘোষণা করা হল নর্থবেঙ্গল বিজনেস মিটে। শিল্পোদ্যোগ ছাড়া যে কর্মসংস্থান অসম্ভব তাও স্পষ্ট হয়েছে গতকালের বিজনেস মিটে। উত্তরের অলিখিত রাজধানী শিলিগুড়িকে কেন্দ্র করেই উত্তরবঙ্গের শিল্প পরিকাঠামোর আমূল পরিবর্তনের ডাক দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
রাজ্যে মুখ্যসচিবের কথায় জানা গিয়েছে, উত্তরবঙ্গে শিল্প স্থাপন করে আগ্রহ প্রকাশ করে সব মিলিয়ে বুধবার রাজ্যের কাছে প্রায় ১০ হাজার পাঁচশো কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব জমা পড়েছে। মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিদেবী জানান, “আগামী তিন বছরের মধ্যে উত্তরবঙ্গের শিল্প পরিকাঠামোর যেমন উন্নতি হবে, তেমনই এখানকার ছেলেমেয়েদের কাজের খোঁজে আর ভিন রাজ্যে যেতে হবে না। ” তিনি আরও যোগ করেন, “উত্তরবঙ্গের শিল্প পরিকাঠামোর উন্নয়নে যথেষ্ট উদ্যোগ নিচ্ছে রাজ্য। গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে যেমন জোর দেওয়া হচ্ছে , তেমনই শিলিগুড়িকে কেন্দ্র করে হাসপাতাল, এবং এডুকেশনাল হাব তৈরির কাজ শুরু হয়েছে।”
কৃষি নির্ভর শিল্পে জোর দেওয়ার কথাও বলেছেন মুখ্যসচিব। কৃষি দপ্তরের প্রধান সচিব সুব্রত গুপ্তা জানান, কৃষি নির্ভর শিল্পের ক্ষেত্রে রাজ্যের তরফে উৎসাহ ভাতা দেওয়া হবে। জমির সমস্যা যাতে শিল্প স্থাপনের অন্তরায় না হয়ে দাঁড়ায় সেদিকেও লক্ষ্য রাখছে রাজ্য সরকার। শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রামে ৪০ একর জমিতে রাজ্য সরকার নতুন একটি শিল্প তালুক গড়তে চলেছে বলেও জানা গিয়েছে। শিল্প তালুকে ঢোকার মুখের এবং সংলগ্ন অঞ্চলের রাস্তাগুলোর সমসাও সমাধান করা হচ্ছে।
ডিম উঠপাদনে স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠা, পর্যটন শিল্পে নতুন নীতি গ্রহণসহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে।