দেশ বিভাগে ফিরে যান

পুলিশকে ভুল তথ্য দেওয়ায় ৪৪ এবিভিপি কর্মীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা তামিলনাড়ুতে

February 17, 2022 | < 1 min read

পুলিসের কাছে বাবা-মায়ের নাম ও বাড়ির ঠিকানা ভুল বলার অপরাধে ৪৪ জন এবিভিপি কর্মীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করল পুলিস৷ ধৃতদের মধ্যে ১২ জন এবিভিপি সদস্য ও ৩২ জন এবিভিপি কর্মী৷

সূত্রের খবর, অনুমতি ছাড়ায় তাঁরা গত সোমাবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করে৷ পুলিস বিক্ষোভ তুলতে গেলে ধস্তাধস্তি শুরু হয়৷ পরে বিশাম পুলিস বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ ধৃতদের প্রথমে আটক করা হয়৷ তাঁদের মধ্য তিন নাবালককে ছেড়ে দেওয়া হয়৷

পুলিস সূত্রে খবর, সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে ধৃতদের গ্রেপ্তার করা হয়৷ সেই নাম পরিচয় জানতে চায় পুলিস৷ তখনই বাবা-বাড়ির ঠিকানা ভুল বলে ধৃতরা৷ একারণে ধৃতদের বিরুদ্ধে নতুন করে জামিন অযোগ্য ধারা ৪২০ সহ- ধারা ৪৬৪, ৪৬৫,৪৬৮,৪৭১ অনুযায়ী প্রতারণা, জুলুম ইত্যাদি ধারায় মামলা করা হয়েছে৷

একই সঙ্গে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ করতে উস্কানি দেওয়ার অপরাধে কিলপাউক মেডিকেল কলেজের ক্যান্সার বিভাগের প্রধান ডাঃ সুব্বিয়া শানমুগামকে সাসপেন্ড করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Protest, #tamil nadu, #abvp, #case

আরো দেখুন