সন্ধ্যা-লতার নাম কলকাতায় রাস্তার নামকরণ, প্রস্তাব পেশ হবে পুরসভায়
কিংবদন্তী সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের নামে শহরের রাস্তার নামকরণ, সঙ্গীত চর্চা এবং গবেষণা কেন্দ্র তৈরি করা হোক। এই মর্মে কলকাতা পুরসভার আগামী অধিবেশনে প্রস্তাব আনতে চলেছেন কলকাতা পুরসভার ১৩ নম্বর বরো চেয়ারম্যান রত্না সুর। ইতিমধ্যেই সচিবালয়ে তিনি এই প্রস্তাব জমা করেছেন।
গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় .ঢাকুরিয়ার বাসিন্দা ছিলেন। সেক্ষেত্রে তাঁর বাড়ির এলাকার কোনও রাস্তার নামকরণ তাঁর নামে করা যেতে পারে। পাশাপাশি, লতা মঙ্গেশকরের সঙ্গেও বাংলার যোগসূত্র অটুট। তাই, সঙ্গীত সম্রাজ্ঞীর নামেও শহরের রাস্তার নামকরণ হোক, চাইছেন রত্নাদেবী। আগামী, ২৪ ফেব্রুয়ারি পুরসভার অধিবেশন রয়েছে। সেখানে এই প্রস্তাব উঠতে চলেছে। পুরসভা সূত্রে খবর, রাস্তার নামকরণের ক্ষেত্রে নির্দিষ্ট কমিটি রয়েছে। শহরের কোন রাস্তার নামকরণ দুই সঙ্গীত তারকার নামে করা যায়, সেই কমিটি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।