দুয়ারে সরকারের প্রথম দিনই আবেদন পৌনে ২ লক্ষ! চাহিদায় পয়লা নম্বরে এবার ‘স্বাস্থ্যসাথী’
দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে মঙ্গলবার থেকে। প্রথম দিনেই ১ লক্ষ ৭৫ হাজার আবেদন জমা পড়েছে রাজ্যে। এর মধ্যে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কৃষকবন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, জাতিগত শংসাপত্রের মতো প্রকল্পে আবেদনের সংখ্যা প্রায় দেড় লক্ষের উপর।
সব থেকে বেশি আবেদন জমা পড়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য। এই সংখ্যা ৫৩ হাজার। খাদ্যসাথী ও কৃষকবন্ধু প্রকল্পের জন্য যথাক্রমে আবেদন এসেছে ৩৮ হাজার এবং ৩৩ হাজার। সেই তুলনায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদনের সংখ্যা ততটা আশাব্যঞ্জক নয়। ওই দিন এই প্রকল্পের জন্য আবেদন এসেছে ১৪ হাজার। জাতিগত শংসাপত্রের জন্য আবেদন জমা পড়েছে ছ’হাজার। এবার প্রথম দুয়ারে সরকার ক্যাম্পে মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য আবেদনপত্র নেওয়া হচ্ছে। সেদিন এই প্রকল্পের জন্য আবেদন জমা পড়েছে প্রায় ছ’হাজার।
প্রথম দিনেই গোটা রাজ্যে ৫ হাজার ৭০২টি দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে। যেখানে ১২ লক্ষ ৫৬ হাজারের বেশি মানুষ এসেছিলেন।