দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

একদিকে তৃণমূলের বর্ণাঢ্য শোভাযাত্রা, অন্যদিকে হাতেগোনা কর্মী নিয়ে দিলীপের প্রচার সোনারপুরে

February 18, 2022 | < 1 min read

একদিকে যখন তৃণমূল প্রার্থীদের প্রচারে উপচে পড়ছে লোক, তখন হাতেগোনা কর্মী-সমর্থক নিয়ে পদযাত্রা করলেন বিজেপি কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগমের উদ্যোগে রাজপুর সোনারপুর পুরসভার ১৬ জন প্রার্থীকে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। পাশাপাশি অন্যান্য ওয়ার্ডেও সাংসদ মিমি চক্রবর্তী পথসভা করেন। যদিও বারুইপুর এবং সোনারপুর অঞ্চলে একার নেতৃত্বে দলীয় প্রচার সারলেন দিলীপবাবু।

ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে, প্রচারের ঝাঁজ ততই বাড়াচ্ছে শাসক দল। এদিন বিকেলে কারবালা মাঠ থেকে গড়িয়া পর্যন্ত এই মিছিলের আয়োজন করা হয়েছিল। সোনারপুর উত্তরের ১৭ জন প্রার্থীর মধ্যে ১৬ জন উপস্থিত ছিলেন। মিছিলে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রার্থীদের প্রচারের জন্য ট্যাবলো বের করা হয়েছিল। বিভিন্ন ওয়ার্ড থেকে আসা কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিধায়ক মহিলা প্রার্থীদের নিয়ে প্রথম সারিতে হাঁটলেন। তাঁর পিছনে নেতৃত্ব দিয়েছিলেন সোনারপুর উত্তর সাংগঠনিক নেতা তথা ২৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী নজরুল আলি মণ্ডল। তবে করোনার সময় যেভাবে এদিন মিছিলে লোক হয়েছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এদিকে প্রচার ঘিরেও তৃণমূলের অন্দরে অস্বস্তি কাটছে না। কারণ এদিন যে একজন এই মিছিলে আসেননি, সেই ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী মোফারজাল হোসেন আলাদা করে পথসভার আয়োজন করেছিলেন। সেখানেই বক্তব্য রাখেন যাদবপুরের সংসদ সদস্য। এতদিন প্রচারে বিজেপিকে সেভাবে রাস্তায় দেখা যায়নি। এদিন দিলীপবাবু আসায় গুটিকয়েক কর্মী-সমর্থককে মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায়। বারুইপুরের কয়েকটি ওয়ার্ড ঘুরে সোনারপুরে আসেন তিনি। রাজ্য নেতার আগমনে কিছুটা যেন চাঙ্গা হওয়ার চেষ্টা করেছে গেরুয়া শিবির, কিন্তু সমস্ত প্রচারটাই ছিল নিস্তেজ। যেসব এলাকা দিয়ে দিলীপবাবুর যাওয়ার কথা ছিল, সেসব জায়গায় বিজেপির পতাকা এবং কয়েকজন প্রার্থীর নামে পোস্টার দেখা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #dilip ghosh

আরো দেখুন