রাজ্য বিভাগে ফিরে যান

কাঁথিতে প্রচারে বেরিয়ে আবারও বাধা পেলেন শুভেন্দু, ‘গো ব্যাক’ স্লোগান তৃণমূলের

February 18, 2022 | < 1 min read

শুক্রবার সকালেও কাঁথি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে বেরিয়ে তৃণমূল কর্মীদের ‘গো ব্যাক’ স্লোগান শুনলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এর আগে, বৃহস্পতিবারও একই ভাবে শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ দেখান পুরসভার তৃণমূল নেতা কর্মীরা। সে সব পাত্তা না দিয়ে বাড়ি বাড়ি প্রচার চালিয়ে যান শুভেন্দু।

শুক্রবার শুভেন্দুর গাড়ি ৬ নম্বর ওয়ার্ড এলাকায় পৌঁছনোর সঙ্গে সঙ্গেই তৃণমূল কর্মীরা তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। পাল্টা স্লোগান দেন শুভেন্দুর অনুগামীরা। এক দিকে ‘গো ব্যাক শুভেন্দু’ আর অন্যদিকে ‘জয় শ্রী রাম’ ধ্বনি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় যায়।

স্লোগান পাল্টা স্লোগানের মধ্যেই বাড়ি বাড়ি প্রচার চালাতে থাকেন শুভেন্দু। এ দিনের ঘটনা নিয়ে মন্তব্য করতে চায়নি কোনও পক্ষই। অধিকারী পরিবারের কাছে এ বারের কাঁথি পুরসভার ভোট ‘প্রেস্টিজ ফাইট’ হয়ে দাঁড়িয়েছে, বলে মনে করা হচ্ছে। গত বিধানসভার নিরিখে কাঁথি পুরসভার ২১টি ওয়ার্ডের মধ্যে ১৮টি ওয়ার্ডেই বিজেপি এগিয়ে থাকলেও এ বারের পুরসভা নির্বাচনে লড়াই আরও কঠিন বলে মনে করছে গেরুয়া শিবির। তাই বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। প্রচারে নেমেছেন ছোট ভাই সৌমেন্দু অধিকারীও।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #suvendu adhikari, #tmc, #Kanthi, #Go back slogan

আরো দেখুন