খেলা বিভাগে ফিরে যান

ইনজুরি টাইমে গোল করে কেরালার সঙ্গে ২-২ ড্র মোহনবাগানের

February 19, 2022 | 2 min read

খেলা শেষ হতে কয়েক সেকেন্ড বাকি। এমন সময় বক্সের বাইরে বল পেলেন জনি কাউকো। কিছুটা এগিয়ে ডান পায়ের জোরালো শট জড়িয়ে গেল জালে। তাঁর গোলেই শনিবার মান বাঁচাল এটিকে মোহনবাগান। শেষ মুহূর্তের গোলে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ২-২ ড্র করল তারা। কেরালার হয়ে জোড়া গোল আদ্রিয়ান লুনার। এটিকে মোহনবাগানের হয়ে অপর গোলটি ডেভিড উইলিয়ামসের।

ম্যাচের প্রথম দশ মিনিটেই দু’গোল হয়ে যায়। সাত মিনিটের মাথায় আদ্রিয়ান লুনার গোলে এগিয়ে যায় কেরালাই। বক্সের বাইরে সাহাল সামাদকে ফেলে দিয়েছিলেন কার্ল ম্যাকহিউ। ভাল জায়গায় ফ্রিকিক পেয়েছিল কেরালা। সুযোগ দুর্দান্ত ভাবে কাজে লাগান লুনা। তাঁর বাঁকানো ফ্রিকিক এটিকে মোহনবাগান গোলকিপার অমরিন্দর সিংহকে স্তব্ধ করে জালে জড়িয়ে যায়।

পরের মিনিটেই সমতা ফেরায় সবুজ-মেরুন। গোল করেন ডেভিড উইলিয়ামস। ডান দিকে বল চলে গিয়েছিল প্রীতম কোটালের কাছে। তিনি দ্রুত এগিয়ে গিয়ে বিপজ্জনক এলাকায় বল বাড়ান উইলিয়ামসকে। চলতি বল জালে জড়িয়ে দেন উইলিয়ামস। এরপর দু’দলই কিছুটা গুটিয়ে গিয়েছিল। ফের আক্রমণ দেখা যায় এটিকে মোহনবাগানের। নিজস্ব ভঙ্গিতে এগিয়ে গিয়ে কোলাসো বল গোলে রেখেছিলেন। কিন্তু প্রভসুখন গিল ঝাঁপিয়ে পড়ে তা বাঁচিয়ে দেন। ফিরতি শট আটকে দেয় কেরালা ডিফেন্স। পাঁচ মিনিট পরেই প্রায় এগিয়ে গিয়েছিল কেরালা। লালথাথাঙ্গার শট অমরিন্দর সিংহ কোনওমতে আঙুল দিয়ে বাঁচান। বল ক্রসবারে লেগে কর্নার হয়ে যায়।

মাঝমাঠে আক্রমণ বাড়ানোর লক্ষ্যে দ্বিতীয়ার্ধের শুরুতেই উইলিয়ামসকে তুলে নেন জুয়ান ফেরান্দো। নামান হুগো বুমোসকে। তবে এর ফাঁকেই গোল খেয়ে যায় এটিকে মোহনবাগান। নিজের এবং দলের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান সেই লুনাই। বক্সের বাইরে বল পেয়ে উঁচু করে মারা শটে পরাস্ত হন অমরিন্দর।

কিন্তু নাটকের তখনও বাকি ছিল। খেলা শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে গোল করেন কাউকো।

TwitterFacebookWhatsAppEmailShare

#Football, #Kerala blasters, #Mohun Bagan

আরো দেখুন