কলেজ স্ট্রিটের কফি হাউসের কর্মীদের পাশে দাঁড়াল রাজ্য
করোনা পর্বে আর্থিক অনটনের মধ্যে দিয়ে দিন কেটেছে কলেজ স্ট্রিট কফি হাউসের। সেটিকে নতুন করে এগিয়ে যেতে সাহায্যের হাত বাড়িয়ে দিল রাজ্য সরকার। কফি হাউস কর্তৃপক্ষকে রাজ্যের সমবায় দপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে ১০ লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে পাশে এসে দাঁড়িয়েছে, তাতে উচ্ছ্বসিত ইন্ডিয়ান কফি ওয়ার্কার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।
শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকারকে কৃতজ্ঞতা জানান কফি হাউসের কর্মচারীরা। অনুষ্ঠানে ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, কফি হাউসের ঐতিহ্য গোটা বিশ্বে সমাদৃত। তাদের পক্ষ থেকে সাহায্যের আবেদন করা হয়েছিল রাজ্য সরকারের কাছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন কফি হাউসের পাশে দাঁড়াতে। তাই আর্থিক সাহায্য করা হয়েছে। আবারও যদি কোনও সাহায্যের প্রয়োজন হয়, তাহলে সরকার পাশে রয়েছে এবং থাকবে। ইন্ডিয়ান কফি ওয়ার্কার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সম্পাদক তপন পাহাড়ি বলেছেন, করোনার সময় দীর্ঘদিন কফি হাউস বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর হাউস খুললেও তেমন ভিড় হচ্ছিল না। ফলে আর্থিক দুরবস্থা মধ্যে দিয়ে দীর্ঘ সময় কেটেছে। এই অবস্থায় সরকারের সাহায্য আমাদের অক্সিজেন দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কফি হাউসের ছাদ থেকে জল পড়ছে। আরও কয়েকটি সমস্যা রয়েছে। সবার আগে ছাদ মেরামত করার পরিকল্পনা রয়েছে।