রাজ্য বিভাগে ফিরে যান

বিজেপি প্রার্থীর প্রচারে প্রয়াত সেনাপ্রধান ও প্রাক্তন রাষ্ট্রপতির ছবি! চরম বিতর্ক বনগাঁয়

February 19, 2022 | < 1 min read

এবার প্রচারে সামিল করা হল প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম এবং প্রাক্তন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াতের ছবিও।

বনগাঁ পুরসভার নির্বাচনী প্রচারে ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অন্বেষা সাহার প্রচারে দেখা গেল এই দৃশ্য। যেখানে নির্বাচনী প্রচারে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ’‌র ছবির সঙ্গে প্রচার গাড়িতে দেখা গেল এঁদের ছবিও। এভাবে প্রাক্তন রাষ্ট্রপতি ও সিডিএসের ছবি রাজনৈতিক প্রচারে ব্যবহার করা যায় কি না সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

যদিও অন্বেষার উত্তর, এপিজে আবদুল কালাম দেশের নেতা ছিলেন তাই তিনি তাঁর ছবি ব্যবহার করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বিপিন রাওয়াত অনেক ভাল কাজ করেছেন। তাঁদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের জন্যই তিনি ছবি ব্যবহার করেছেন। যদিও শেষপর্যন্ত বিজেপি প্রার্থীর দাবি, যিনি ফ্লেক্সের ডিজাইন তৈরি করেছেন তিনিই এটা করেছেন। বিষয়টি তাঁর জানা ছিল না।

সমালোচনা করেছে প্রতিদ্বন্দ্বী দল তৃণমূল কংগ্রেস। কটাক্ষ করে তৃণমূল নেত্রী আলোরানি সরকার বলেন, ‘‌এইরকম ছবির ব্যবহার নীতির বাইরে। সেটা তিনি জানেনও। খোঁজ নিয়ে বিষয়টি দলের সঙ্গে আলোচনা করব।’

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #tmc, #bangaon

আরো দেখুন