রাজ্য বিভাগে ফিরে যান

সিএএ লাগু করবে বলে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে বিজেপি, সুকান্তর মন্তব্যে প্রতিক্রিয়া ফিরহাদের

February 19, 2022 | 2 min read

‘মতুয়া বিদ্রোহে’ জেরবার বঙ্গ বিজেপি ফের সিএএ নিয়ে গরম গরম কথা বলতে শুরু করেছে৷ মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদে ভোট প্রচারে গিয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, রাজ্য সরকারের সম্মতি না থাকলেও বাংলায় সিএএ লাগু হবে৷ এ নিয়ে বিজেপিকে বিঁধলেন মেয়র ফিরহাদ হাকিম৷ শনিবার তিনি বলেন, ঔদ্ধত দেখিয়ে সিএএ লাগু করার কথা বলে মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে বিজেপি৷ বাংলার মানুষ পুরভোটে এর জবাব দেবে৷

শুধু তৃণমূল নয়, কংগ্রেস শিবির থেকেও সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রতিবাদ করা হয়৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বিজেপিকে পাল্টা আক্রমণ করেন৷ জানান, বিজেপি তাদের রাজ্যেই সিএএ চালু করতে পারেনি৷ তাঁর অভিযোগ, ভোটের বাজারে সাম্প্রদায়িকতার কথা বলে বিজেপি ভোট পাওয়ার চেষ্টা করছে৷ একই সুরে কথা বলেছেন ফিরহাদ হাকিমও৷ তিনি জানান, বিজেপি সর্বগ্রাসী মনোভাব নিয়ে চলছে৷ সংবিধানের ঊর্ধ্বে উঠে গায়ের জোরে সিএএ লাগু করার চেষ্টা হলে ফল ভালো হবে না৷ বাংলার মানুষ মেনে নেবে না৷

তৃণমূল বরাবরই সিএএ বিরোধী৷ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে জানিয়েছেন, তিনি কিছুতেই বাংলায় সিএএ চালু করতে দেবেন না৷ লোকসভা ভোটে এই সিএএ ইস্যুকে হাতিয়ার করেই ফায়দা তোলে বিজেপি তৃণমূলের একচেটিয়া মতুয়া ভোট ব্যাঙ্কে থাবা বসায় তারা৷ সংসদে আইন পাশ হওয়ার পরেও সিএএ লাগু না হওয়ায় সেই মতুয়ারাই এখন বিজেপির উপর ক্ষিপ্ত৷ সম্প্রতি ঠাকুরবাড়ির ছোট ছেলে তথা কেন্দ্রের জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও বুঝিয়ে দেন, এ নিয়ে মতুয়াদের মধ্যে ক্ষোভ রয়েছে৷

মতুয়া ক্ষোভে প্রলেপ দিতে ফের সিএএ ইস্যু খুঁচিয়ে তুলতে শুরু করেছে বিজেপি৷ দু’দিন আগে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন, ২০২৪-এর আগেই রাজ্যে সিএএ চালু হবে৷ সেই কাজ শুরু হয়ে গিয়েছে৷ তারপরই মুর্শিদাবাদে গিয়ে সুকান্ত মজুমদারের হুঙ্কার, আজ না হয় কাল রাজ্যে সিএএ হবেই৷ রাজ্য সরকারের বিরোধিতার কারণেই সিএএ চালু করতে দেরি হচ্ছে৷

TwitterFacebookWhatsAppEmailShare

#CAA, #NRC, #firhad hakim, #sukanta majumder

আরো দেখুন