দেশ বিভাগে ফিরে যান

প্রায় ৬০ হাজার কোটি টাকার এলআইসি আইপিও আসছে বাজারে, জানেন কবে?

February 19, 2022 | < 1 min read

আগামী ১১ মার্চ বাজারে ইনিশিয়াল পাবলিক অফারিংস (IPO) ছাড়তে পারে এলআইসি (LIC)। তার পরিমাণ হতে পারে ৬০ হাজার কোটি টাকার কাছাকাছি। মার্চের প্রথম সপ্তাহেই নিয়ন্ত্রকের (Regulator) অনুমোদন পেতে পারে আইপিও। এলআইসি এসম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেছে।

১৯৫৬ সালের ১ সেপ্টেম্বর ২৪৫ টি বেসরকারি জীবনবিমা কোম্পানি সংযুক্ত করে লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন তৈরি হয়। তখন তার পুঁজি ছিল পাঁচ কোটি টাকা। ২০০০ সাল অবধি এলআইসি ছিল দেশের একমাত্র জীবনবিমা সংস্থা। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর তার এমবেডেড ভ্যালু ছিল ৫ লক্ষ ৩৯ হাজার ৬৮৬ কোটি টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#IPO, #Regulator, #LIC

আরো দেখুন