কলকাতা বিভাগে ফিরে যান

শিয়ালদহ-ফুলবাগান রুট চালুর প্রহর গুনছে যাত্রীরা

February 19, 2022 | < 1 min read

ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো লাইনের কাজ শেষ৷ যাত্রীদের নিয়ে এখন ছোটার অপেক্ষায় রেক৷ তার আগে আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের নিয়ে লাইন পর্যবেক্ষণ করবেন মেট্রোর উচ্চপদস্থ কর্তারা৷ সব কাজ খতিয়ে দেখে মেট্রোর কর্তারা সন্তুষ্ট হলেই শিয়ালদহ পর্যন্ত মেট্রো চলার ছাড়পত্র দেবেন তাঁরা৷ জানিয়ে দেওয়া হবে দিনক্ষণ৷

শিয়ালদহ স্টেশন পর্যন্ত মেট্রো চলাচলের অপেক্ষায় শহর ও শহরতলির বহু মানুষ৷ একবার শিয়ালদহ স্টেশনকে যাত্রী পরিবহণের জন্য খুলে দিলে ভীষণ উপকৃত হবেন সল্টলেকের অফিস যাত্রীরা৷ দ্রুত এবং অল্প সময়ের মধ্যে শিল্পতালুকে পৌঁছতে পারবেন তাঁরা৷ একইভাবে সল্টলেক থেকেও মেট্রোয় চেপে পৌঁছনো যাবে শিয়ালদহ৷ তখন ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রীর সংখ্যাও বেড়ে যাবে৷ যাত্রী বাড়লে আয়ও বাড়বে মেট্রোর৷ যাত্রী এবং মেট্রোর আয়ের দিক থেকে শিয়ালদহ স্টেশন এই প্রকল্পের গুরুত্বপূর্ণ স্টেশন৷

মেট্রোপথে সল্টলেককে হাওড়ার সঙ্গে জুড়তে বছর খানেক আগে ইস্ট-ওয়েস্ট প্রকল্পের কাজ শুরু হয়৷ ঠিক হয়, ধাপে ধাপে প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে৷ সেই মতো প্রথম পর্যায়ে সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত যাত্রীদের নিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রো যাত্রা শুরু করে৷ পরে ফুলবাগান স্টেশনের কাজ শেষ হলে সল্টলেক স্টেডিয়াম থেকে মেট্রো এগিয়ে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্তই মেট্রো চলছে৷ ফুলবাগান থেকেই মেট্রো ঢুকছে পাতালে৷ এরপর শিয়ালদহ, বিবাদী বাগ হয়ে গঙ্গার তলা দিয়ে মেট্রো ছুটবে হাওড়া ময়দানের উদ্দেশ্যে৷ নানা বাধার মধ্যেও ওই অংশের কাজ জোরকদমে চলছে৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Sealdah Station, #Metro Railway, #Phoolbagan

আরো দেখুন