দেশ বিভাগে ফিরে যান

এবার ভোটে পরাজিত হলেই নিশ্চিহ্ন হবে কংগ্রেস, আশঙ্কা দিগ্বিজয়ের

February 20, 2022 | < 1 min read

পরের ভোটে না জিতলে মধ্যপ্রদেশ (Madhya Pradesh) থেকে বিদায় ঘণ্টা বাজবে কংগ্রেসের। এই ভাষাতেই কংগ্রেস নেতা-কর্মীদের সতর্ক করলেন বর্ষীয়ান কংগ্রেস (Congress) নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং (Digvijaya Singh)। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, দিগ্বিজয় সিংয়ের একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media), যেখানে আগামী বিধানসভা নির্বাচনের আগেভাগে দ্রুত কংগ্রেস নেতা-কর্মীদের জোটবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি সে রাজ্যে কংগ্রেস যে খাদের কিনারে দাঁড়িয়ে আছে, তাও বুঝিয়ে দেন।

গত ক’দিন ধরে জেলা রথলামে (Ratlam) দলের হয়ে সফর করছেন দিগ্বিজয় সিং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি কংগ্রেস বিধায়কের রথলামের সার্কিট হাউজে তোলা। এখানেও স্থানীয় কংগ্রেস কর্মীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন তিনি। সেখানে তাঁকে বলতে দেখা যায়, “আপনারা জোটবদ্ধভাবে কাজ করছেন না। নিজেদের মধ্যে কথা বলছেন না। প্রত্যেকে নিজের অবস্থানে দাঁড়িয়ে আছেন। এভাবে কিছু হওয়া সম্ভব না।”

এর পরেই কংগ্রেস কর্মীদের সতর্ক করে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “আমার ধারণা, এটাই ভোটে (বিধানসভা) জেতার শেষ সুযোগ, দলের হয়ে সততার সঙ্গে কাজ না করলে, ঘরে বসে থাকলে, কংগ্রেস ক্ষমতায় ফিরবে না। এরপর রাজ্যে একজন কংগ্রেস কর্মীকে পাওয়াও কঠিন হয়ে যাবে।”

প্রসঙ্গত, ১৫ বছর পর ২০১৮ সালে বিধানসভা নির্বাচন জিতে মধ্যপ্রদেশে ক্ষমতায় ফিরেছিল কংগ্রেস। যদিও কমলনাথ সরকারের আয়ু ছিল মাত্র ১৫ মাস। সেবার একসঙ্গে ২২ জন কংগ্রেস বিধায়ক দল ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেয়। আগামী বিধানসভা নির্বাচন রয়েছে ২০২৩ সালের শেষে। দিগ্বিজয় সিংয়ের কথায়, এটাই শেষ সুযোগ, নচেত রাজ্য থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে দল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Congress, #digvijay singh

আরো দেখুন