মারা যাওয়ার আগে আনিস যোগাযোগ করেছিলেন! বিস্ফোরক দাবি দেবাংশুর
আনিস খানের (Anis Khan) মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি। তাঁর মৃত্যুর বিচার চেয়ে পথে নেমেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলি। আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) প্রাক্তন এই ছাত্রনেতা SFI-এর সক্রিয় কর্মী ছিলেন বলেই দাবি উঠেছে। এদিকে, কাহানি মে টুইস্ট আনলেন দেবাংশু ভট্টাচার্য। আনিস তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে দাবি করলেন তৃণমূল নেতা। শুধু তাই নয়, ফেসবুকে রীতিমতো স্ক্রিনশট পোস্ট করে দেবাংশু আনিসকে ‘সহযোদ্ধা’ হিসেবেও উল্লেখ করলেন।
আনিস খানের মৃত্যুর পর নিজের ফেসবুক ওয়ালে প্রতিক্রিয়া দেন দেবাংশু। তিনি লেখেন, ”ছেলেটা আমাকে দু’বার মেসেজ করেছিল। রিকোয়েস্ট বক্সে জমা থাকার কারণে নোটিফিকেশন পাইনি। জানি না কী বলত! খুব খারাপ লাগছে।” একইসঙ্গে দেবাংশু লেখেন, ”NRC বিরোধী আন্দোলনের সক্রিয় সহযোদ্ধা ছিলেন আনিস খান। পুলিশের ছদ্মবেশ ধারণ করে তাঁকে খুন করা হয়েছে বলে জানা যাচ্ছে। সম্পূর্ণ ব্যাপারটির খোলসা হওয়া দরকার। পুলিশ তদন্ত শুরু করেছেন। আমরা প্রত্যেকেই চাই সত্য প্রকাশ্যে আসুক। ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর দ্রুত বিচার চাই।”
বামপন্থী ছাত্র হিসেবে পরিচিত আনিস খান কেন যোগাযোগ করেছিলেন দেবাংশুকে? এ প্রসঙ্গে দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) বলেন, ”আমি তো চিটিংবাজ নই। তাই যা মেসেজ করেছিল, স্ক্রিনশট পোস্ট করে তা দেখিয়েছি।” প্রশ্ন উঠছে এতদিন বাদে তবে কেন বিষয়টি প্রকাশ্যে আনলেন দেবাংশু। উত্তরে তৃণমূল নেতা বলেন, ”যারা ফ্রেন্ডলিস্টে নেই অথচ মেসেজ পাঠান, তাদের মেসেজ রিকোয়েস্ট বক্সে জমা হয়। নোটিফিকেশন আসে না। আর আমার মেসেঞ্জারে রোজ পাঁচশো-সাড়ে পাঁচশো মেসেজ আসে। এখনও সাত-আট হাজার মেসেজ জমে রয়েছে। সব তো আমার পক্ষেও দেখা সম্ভব নয়। ঘটনার পর আমাকে মেনশন করে একটি পোস্ট হয়। যেখানে আনিসের প্রোফাইলটি নজরে আসে। তখনই আমি দেখতে পাই ছেলেটি আমায় দু’বার যোগাযোগ করার চেষ্টা করেছিল।”
যদিও রাজনৈতিক মহলের একাংশ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জলঘোলা শুরু করে দিয়েছে। অন্যদিকে, অবিলম্বে এই ছাত্রনেতার হত্যা রহস্য উন্মোচন এবং দোষীদের শাস্তির দাবিতে আমতায় মিছিল করল SFI ও DYFI। সকাল থেকে দফায় দফায় মিছিলে অংশ নিয়েছিলেন কয়েকশো বাম কর্মী, সমর্থক। একটি মিছিলকে কেন্দ্রে করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় আমতায়। বাঁশের ব্যারিকেড করা হয়েছিল পুলিশের তরফে। কিন্তু, মিছিলে অংশগ্রহণকারীরা ব্যারিকেড ভাঁঙার চেষ্টা করে।