আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

শিয়রে যুদ্ধ পরিস্থিতি, ভারতীয় নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ

February 20, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: ABC news- Walt Disney

ইউক্রেন পরিস্থিতি ক্রমশ আরও ঘোরালো হচ্ছে। আমেরিকার আশঙ্কা, যে কোনও মুহূর্তে হামলা করতে পারে রাশিয়া। এই পরিস্থিতিতে সে দেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দেশ ছাড়ার ফরমান জারি হল। একান্ত প্রয়োজনীয় না হলে, সে দেশে বসবাসকারী পড়ুয়া এবং ভারতীয় নাগরিকদের যত দ্রুত সম্ভব ইউক্রেন ছাড়তে বলা হয়েছে।

টাটা গোষ্ঠীর এয়ার ইন্ডিয়া আগামী ২২, ২৪ ও ২৬ ফেব্রুয়ারি তিনটি বিশেষ বিমান চালাবে। ইউক্রেনের বৃহত্তম বিমানবন্দর বরিস্পিল থেকে ভারতীয়দের নিয়ে বিমান তিনটি ভারতে ফিরবে।

তবে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জারি করা ফরমানে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব ইউক্রেন ছাড়তে। সে ক্ষেত্রে পড়ুয়ারা সংশ্লিষ্ট ‘কন্ট্রাক্টর’দের সঙ্গে যোগাযোগ করে দেশে ফেরার তোড়জোড় শুরু করুক, এমনই পরামর্শ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এর আগেও একবার প়ড়ুয়াদের দেশে ফেরার জন্য পরামর্শ দিয়েছিল কিভের ভারতীয় দূতাবাস। বর্তমান পরিস্থিতিতে বিদেশ মন্ত্রক ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলেছে। সেখানে এই সংক্রান্ত যে কোনও প্রয়োজনে যোগাযোগ করা যেতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #russia, #ukraine

আরো দেখুন