রাজ্য বিভাগে ফিরে যান

হিন্দুস্তান কেবলসের জমিতে সার্ভে রাজ্যের, নতুন শিল্পের সম্ভাবনা?

February 20, 2022 | < 1 min read

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হতে চলেছে এপ্রিল মাসে। আর তার আগে তাৎপর্যপূর্ণভাবে ২০১৬ সালে বন্ধ হয়ে যাওয়া আসানসোলের হিন্দুস্তান কেবলসের কারখানার সার্ভে করল রাজ্য। পড়ে থাকা ৯৪৭ একর এই জমিতে নতুন শিল্প বা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করা নিয়ে ভাবনা-চিন্তা করছে রাজ্য। 

মূলত পাঁচ বছর আগে বন্ধ হয়ে যায় কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের অধীন এই কারখানাটি। রাজ্যকে জমিটি দিয়ে দেওয়ারও আগ্রহ প্রকাশ করেছিল কেন্দ্র। সম্প্রতি ফের একবার হিন্দুস্তান কেবলসের জমি নিয়ে উদ্যোগ দেখাল নবান্ন। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছিল আসানসোলের রূপনারায়ণপুরের সেই জমির সার্ভে করার জন্য। জেলা আধিকারিকদের নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা সেই সার্ভের কাজ সম্পন্ন করেছে বলেই সূত্রের খবর। সেই সংক্রান্ত রিপোর্টও জমা পড়েছে নবান্নে। 

প্রসঙ্গত, হিন্দুস্তান কেবলসের এখনও বকেয়া রয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। এই বিষয়ে কি সমাধান সূত্র বেরয়, সেটার দিকেই নজর রয়েছে ওয়াকিবহাল মহলের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nabanna, #Hindustan Cable

আরো দেখুন