← রাজ্য বিভাগে ফিরে যান
![](https://drishtibhongi.in/wp-content/uploads/2022/02/Picsart_22-02-21_13-11-47-166-1024x502.jpg)
বিধানসভায় নিয়ে আসা হল সাধন পাণ্ডের মরদেহ, শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী
![](https://drishtibhongi.in/wp-content/uploads/2022/02/Picsart_22-02-21_13-11-47-166-1024x502.jpg)
বিধানসভায় নিয়ে আসা হল মন্ত্রী সাধন পাণ্ডের মরদেহ। আজ, সোমবার তাঁকে শেষ শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন প্রয়াত মন্ত্রীর মেয়ে শ্রেয়া পাণ্ডে।
এছাড়াও আজ তাঁকে বিধানসভায় শেষ শ্রদ্ধা জানান, সুজিত বসু, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিধায়করা। প্রয়াত মন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে বিধানসভায় পৌঁছন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও।
আজই নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে সাধন পাণ্ডের।