রাজ্য বিভাগে ফিরে যান

আনিস হত্যাকাণ্ড: আমতা থানার ওসি ও সেকেন্ড অফিসারকে তলব ভবানীভবনে

February 22, 2022 | < 1 min read

আনিস হত্যা কাণ্ডে ফের বড়সড় পদক্ষেপ রাজ্য প্রশাসনের৷ একদিকে কর্তব্যে গাফিলতির অভিযোগে তিন পুলিসকর্মীকে সাসপেন্ড, অন্যদিকে আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তী ও সেকেন্ড অফিসার প্রীতম ভৌমিককে তদন্তের স্বার্থে ভবানীভবনে ডেকে পাঠানো হল৷

গত সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আনিস তদন্তে সিট গঠন করা হয়৷ রাতেই ব্যারাকপুর কমিশনারেটের যুগ্ম কমিশনার দেবজ্যোতি দে, ডিআইজি সিআইডির অপারেশনাল মিরাজ খালিদের নেতৃত্বাধীন তদন্তকারী দলটি আমতা থানায় যায়। শুক্রবার রাতে কর্তব্যরত পুলিস কর্মীদের তালিকা খতিয়ে দেখেন। কথা বলেন, হাওড়া গ্রামীণ পুলিস সুপার সৌম্য রায়ের সঙ্গে কথা বলেন। এরপরেই তিন পুলিস কর্মীকে সাসপেন্ডের সিদ্ধান্ত। একই সঙ্গে তদন্তের স্বার্থে ওসি এবং সেকেন্ড অফিসারকে ডেকে পাঠানো হয় বলে পুলিস সূত্রে খবর৷

সিটের সদস্যরা সোমবার রাতে আমতা থানায় যাওয়ার পর বেশ কিছু গাফিলতির ছবি দেখতে পান৷ ওসির সঙ্গে কথা বলেন৷ রাজ্য প্রশাসন বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে তাও বুঝিয়ে দেন৷ এদিন তিন পুলিস কর্মীকে সাসপেন্ড এব্ং দুই শীর্ষ অফিসারকে তলব বুঝিয়ে দিল নবান্ন আনিস তদন্তে কতটা কঠোর মনোভাব নিয়েছে৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Bhabani Bhavan, #Anis Khan, #amta ps

আরো দেখুন